| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
লবঙ্গ খুবই ঝাঝালো, উপাদেয়, ঘ্রাণময় একটি মসলা। মূলত ইন্দোনেশিয়ায় এর জন্ম। তবে পৃথিবীর বিভিন্ন দেশ ঘুরে বিশ্বের সর্বত্র এই মসলা ছড়িয়ে পড়েছে। ইন্দোনেশিয়ায় এর আদিবাস হলেও্ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলংকায় সবচেয়ে বেশি উৎপাদিত হয়। এর রয়েছে যথেষ্ট পুষ্টিগুণ। সাধারণত রান্নার সময় এই মসলাটি ফোড়ন হিসেবে ব্যবহৃত হয়। শুধু মসলা নয় ওষুধ হিসেবেও লবঙ্গের বেশ গুরুত্ব আছে। এতে ২০-২৫ শতাংশ ক্লোভ তেল এবং ১০-১৫ শতাংশ টাইটার পেনিক এসিড থাকে, যার ফলে এটা খেতে ঝাঁজালো। এর আরেক নাম "লং"। মার্চ থেকে জুন মাসের ভেতরে ফুল থেকে ফল হয়। পাকার আগেই বৃতিসহ ফুলের কুঁড়ি সংগ্রহ করা হয়। আর তা রোদে শুকিয়ে আমাদের পরিচিত লবঙ্গ তৈরি হয়। লবঙ্গ গাছ ৩০ থেকে ৪০ ফুট উঁচু হতে পারে। চিরসবুজ, বহুসংখ্যক নরম ও নিম্নগামী ডাল চারদিক ছড়িয়ে পড়ে। ছাল ধূসর বর্ণ ও মসৃণ। পাতা সরল ও বিপরীত। উপবৃত্তাকার, পাঁচ ইঞ্চির মতো লম্বা। কচি পাতা লালচে। ফল মাংসল, প্রায় এক ইঞ্চি লম্বা।
নামকরণ:
বাংলায়: লবঙ্গ বা লং
ইংরেজী: Clove
বৈজ্ঞানিক নাম: Syzygium aromaticum
গোত্র: Myrtaceae।
লবঙ্গের আরও যেসব গুণ রয়েছে তা হলো_
১. কফ ও কাশি দূর করে
২. খিদে বাড়ায়, রুচীর পরিবর্তণ আনে।
৩. কৃমি জাতীয় রোগ প্রতিরোধ করে।
৪. এটা পচনরোধক।
৫. এটা শরীরে উদ্দীপক হিসেবে কাজ করে।
৬. গলার সংক্রমণরোধক হিসেবে কাজ করে।
৭. যৌন রোগে আক্রান্ত মানুষের জন্য খুবই উপকারি।
৮. দাতের ব্যাথায় দারুণ কার্যকর।
৯. বমিভাব কমায়।
১০. পায়োরিয়ার ক্ষেত্রে উপকারী।
১১. ক্রিয়েটিভিটি এবং সেন্টাল ফোকাস বাড়ায়।
১২. লবঙ্গ তেলের রয়েছে ব্যকটেরিয়া নামক জিবানু ধ্বংসের ক্ষমতা।
(চলবে) আগামীতে অন্য কোন ভেষজ উপকরণ।
১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২২
তারেক আহমেদ বলেছেন: যে কোন নার্সারীতে গেলে পাবেন আশা করি।
২|
১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৮
আহমদ আবদুল হালিম বলেছেন: উপকারী পোষ্ট। ঝাঝা......
১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৩
তারেক আহমেদ বলেছেন: ধইন্যা।
৩|
১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৯
মৃদুভাষী বলেছেন: হ, চলুক, অনেক কাজের হবে।
ভাইজান কি হারবাল বিশেষজ্ঞ ?
১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৫
তারেক আহমেদ বলেছেন: না ভাই ! একটু জানতে চেষ্টা করি।
৪|
১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২১
মহাকালের পথিক বলেছেন: উপকারী পোষ্ট । ভাইজানের জন্য শুভকামনা।
১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৫
তারেক আহমেদ বলেছেন: আপনার জন্যও শুভকামনা।
৫|
১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২২
দুখী মানব বলেছেন: এই পোস্ট টা সবাই অনুগ্রহ করে পড়ে দেখবেন
Click This Link
১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৬
তারেক আহমেদ বলেছেন: আইচ্ছা।
৬|
১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৪৫
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: ধন্যবাদ আপনাকে এত উপকারী একটি বিষয় আমাদের জানানোর জন্য
১৪ ই জুলাই, ২০১০ রাত ৮:৫৫
তারেক আহমেদ বলেছেন: ধন্যবাদ।
৭|
১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:৫২
সায়েম মুন বলেছেন: লবঙ্গ কাহন শেয়ারের জন্য ধন্যবাদ!
১৪ ই জুলাই, ২০১০ রাত ৮:৫৫
তারেক আহমেদ বলেছেন: আপনাকেও ।
©somewhere in net ltd.
১|
১৪ ই জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:১৮
মুন্না_৯৭ বলেছেন: আমার বাড়িতে অনেক ধরনের গাছ আছে..
এই লবঙ্গ গাছ খানা নাই...
কোন নার্সারী থেকে এই খানা সংগ্রহ করা যাইবে???????