নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বসন্তে নয় সব সময়'ই গান করি

নি:শ্বাসে তব পেঁজা তুলো সম, উড়ে যাক মা গো এই ভুবন, অসুরে নাশিতে হউক বিষ্ণু-চক্র মা তোর হেম কাঁকন। টুঁটিটিপে মারো অত্যাচারে মা, গলহার হোক নীল ফাঁসি, নয়নে তোমার ধূমকেতু জ্বালা উঠুক সরোষে উদ্ভাসি।

কিউপিডের ডানা

পাপপুণ্য কিছু নাই। কে বা ভ্রাতা, কে বা আত্মপর! কে বলিল হত্যাকাণ্ড পাপ! এ জগৎ মহা হত্যাশালা। হত্যা অরণ্যের মাঝে, হত্যা লোকালয়ে, হত্যা বিহঙ্গের নীড়ে, কীটের গহ্বরে, অগাধ সাগর-জলে, নির্মল আকাশে, হত্যা অকারণে, হত্যা অনিচ্ছার বশে-- চলেছে নিখিল বিশ্ব হত্যার তাড়নে ঊর্ধ্বশ্বাসে প্রাণপণে, ব্যাঘ্রের আক্রমে মৃগসম, মুহূর্ত দাঁড়াতে নাহি পারে। মহাকালী কালস্বরূপিণী, রয়েছেন দাঁড়াইয়া তৃষাতীক্ষ্ণ লোলজিহ্বা মেলি-- বিশ্বের চৌদিক বেয়ে চির রক্তধারা ফেটে পড়িতেছে, নিষ্পেষিত দ্রাক্ষা হতে রসের মতন, অনন্ত খর্পরে তাঁরা...

কিউপিডের ডানা › বিস্তারিত পোস্টঃ

রক্তের প্রত্যাঘাত

১৭ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৫:০৮

শুষ্কতায় নেতিয়ে গেছে বিবেকের স্নিগ্ধতা ।

স্নেহশীল হাত আজ বিবর্তিত,

লৌহ মানবের লোহা আজ বন্দুর ।



শকুনের হাতের মশাল,

দাম্ভিকের হুঙ্কার...পরাজয়ের গ্লানি আজ ঐক্যবদ্ধ ।

রন্দ্রকুটীরের কান্না,তপ্ত অগ্নিশীলা

স্বতন্ত্রতা হারিয়ে শৃঙ্খল।



বাজ আজ মাছ দ্বারা শোষিত,

রক্ত শুধা পান করছে পানকৌড়ি,

শকুনের অন্ন আজ পিঁপড়ার দখলে ।



লোভাতুর দৃষ্টি ক্ষমতার লোভে বিভোর

ক্ষমতা আজ কেদারা গেঁড়ে বসেছে ।

মানবিক চোখ,প্রিপার স্প্রেতে প্রজ্বলিত

গর্ভের শিশু প্রস্তুতি নিচ্ছে জীবন যুদ্ধের।



রক্ত কবে..বদলা নিবে ??

আশাতুর রক্ত চায়... ভ্রাতৃরক্তের সাধ নিতে,

রক্তের-সাগরে ডুবিয়ে মারতে রক্ত-পিপাসুদের ।

প্রত্যাঘাত চায়... রক্তিমতা ।।



কিউপিডের ডানা,

মিরপুর,১২ পল্লবী-ঢাকা।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে অক্টোবর, ২০১৩ ভোর ৬:৫৮

মিহির ০০৮ বলেছেন: ধন্যবাদ অনেক ভাল লিখেছেন।

১৬ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৪১

কিউপিডের ডানা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.