![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রানা প্লাজা থেকে আজকে জীবিত উদ্ধার করা হয়েছে লাবণী নামের একজনকে। দূর্ঘটনার দীর্ঘ ৩৬ ঘন্টা পর আজ রোববার তাকে জীবিত উদ্ধার করা হলো। তার একটি হাত কেটে তাকে উদ্ধার করা সম্ভব হয়েছে। বিবিসিতে তার সাক্ষাতকার শুনে খুবই খারাপ লাগছিল। কত মর্মান্তিক, কত হৃদয়বিদারক তার ঘটনা। লাশের গায়ে মাথা রেখে তিনি এ দীর্ঘ সময় কাটিয়েছেন। একজন জীবন্ত মানুষকে কবর দিলে যে অনুভূতি তারও সে অনুভূতি। তার একটি হাত চলে গেছে। কত বেদনার! কত মর্মান্তিক। উদ্ধারকারীগণ দীর্ঘ পাচ ঘন্টা হাতসহ তাকে উদ্ধার করতে অপারাগ হয়ে এক পর্যায়ে হাত কেটে তাকে উদ্ধার করেন। আল্লাহ তাকে হায়াত দান করুন। তাকে সুস্থ করে দিন।
২৯ শে এপ্রিল, ২০১৩ রাত ১২:১৪
নূরুল্লাহ তারীফ বলেছেন: আমীন, ইয়া রব্ব।
২| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০০
শিরোনাম বলেছেন: জেনে অনেক ভালো লাগলো।
তার বেঁচে থাকার আকুতি আমার হৃদয়কে স্পর্শ করেছিলো। আল্লাহর কাছে তার জন্য দোয়া করছিলাম।
আল্লাহ তাকে হায়াত দান করুন।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৪
নূরুল্লাহ তারীফ বলেছেন: আল্লাহ তাকে হায়াত দান করুন, তাকে সুস্থ করে দিন।
৩| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০২
মো: আতিকুর রহমান বলেছেন:
৪| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:০৯
মোঃ খালিদ সাইফুল্লাহ্ বলেছেন: পড়ে হয়ত একটু উহ্ আহ্ করছি, কিন্তু ভুক্তভুগি যে তার কষ্টের কতটুকুই আমরা বুঝব?!!! অন্যের পক্ষে এটা বোঝা আসলেই সম্ভব নয়। আল্লাহ্ আমি হয়ত লাবণীর চেয়ে তোমার বেশী প্রিয় নই কিন্তু তারপরও এই অসহায় মেয়েটার চেয়ে আমাদের কত বেশী ভাল রেখেছ!!!!!!!! আল্লাহ্ তুমি সবাইকে হেফাজত কর। আর কিছু বলার নেই।
২৯ শে এপ্রিল, ২০১৩ সকাল ৯:৪৫
নূরুল্লাহ তারীফ বলেছেন: যারা ঈমানের সাথে মারা গিয়েছেন তাদেরকে জান্নাত নসীব করো। যারা অসুস্থ আছেন তাদের সকলকে সুস্থ করে দাও। আমীন।
৫| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:২৪
আয়রন ম্যান বলেছেন: হে আল্লাহ তুমি জীবিতদের তাড়াতাড়ি উদ্ধারের ব্যবস্থা করে দাও।
৬| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬
মোঃ আবদুর রহিম বলেছেন: AAmin...
৭| ২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৬
ব্লগ ৪১৬ বলেছেন: চোখে পানি চলে আসে এসব পড়লে।
একদিন নিশ্চয়ই তাদের বিচার হবে যাদের জন্য আজ নিরিহ মানুষগুলো এতো কষ্ট পেল। প্রকৃতি তাদের কোন দিনও ক্ষমা করবে না।
©somewhere in net ltd.
১|
২৮ শে এপ্রিল, ২০১৩ রাত ৮:৪৫
এফ এন এফ বলেছেন: আল্লাহ তাকে হায়াত দান করুন।