নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সত্যের সন্ধানে.......

নূরুল্লাহ তারীফ

নূরুল্লাহ তারীফ › বিস্তারিত পোস্টঃ

নৈতিক অবক্ষয়ের প্রভাব ঈদের আনন্দেও

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৬:১৪

দীর্ঘদিন দেশের বাইরে ঈদ উদযাপন করি। গতবার ঈদুল ফিতর উদযাপন করেছি গ্রামে। অনেকদিন পর এবার ঢাকায় ঈদ করলাম। সেই ছোটবেলা থেকে আমাদের দেশে ঈদ বা ঈদের খুশি মানে- ঈদের নতুন চাঁদ দেখা, নতুন জামা কাপড় কেনা ও পরা, এ বাড়ী সে বাড়ী ঘুরে সেমাই খাওয়া ইত্যাদি। এতদিনে যে ঢাকার মুসলিম কিশোর-যুবকদের ঈদ পালনের পদ্ধতি অনেক পাল্টে গেছে তা ভাবতেও পারিনি। এবার ঈদের রাতে যখন চাঁদ দেখা গেল কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য নেটে খবর তালাশ করছিলাম তখন হঠাৎ করে দেখি আশপাশের বাসার ছাদে বারান্দায় বাজি ফুটতেছে, আগুন জ্বলতেছে। বাজি ফুটিয়ে যুবক-কিশোরেরা জানান দিচ্ছি- চাঁদ দেখা গেছে। বাজির শব্দে রাতে ঘুমুতে কষ্ট হচ্ছিল। বাজির উৎকট শব্দে আমার ছোট্ট শিশুটি ভয়ে আৎকে উঠে অভিযোগ করছে- আব্বু ভয় পাইছি। ঈদের দিন বিকেলে খিলক্ষেত লেকসিটিতে মামার বাসায় যাচ্ছিলাম। খিলক্ষেতের মেইন রোড থেকে শুরু করে লেকসিটি পৌঁছা পর্যন্ত সরু রাস্তার বিভিন্ন স্থানে দেখলাম উৎকট শব্দে গান বাজানো হচ্ছে। এক জায়গায় দেখলাম ছেলেরা নানারকম অঙ্গভঙ্গি করছে। মাইকে বাজে বাজে ঘোষণা দিচ্ছে। গতকাল আশুলিয়া যাওয়ার পথে বাসে বসে দেখলাম তুরাগ নদীতে ট্রলার ভাড়া করে উচ্চস্বরে গান বাজানো হচ্ছে। উদোম গায়ে কতগুলো তরুণ-যুবক ট্রলারের উপর নাচানাচি করছে। এই বুঝি এই প্রজন্মের ঈদ পালন। না-জানি সামনে আরো কত কি দেখতে হয়!! মুসলিম যুবকেরা কোথায় চলছে!! আল্লাহ, আমাদেরকে হেদায়েত দাও।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:২৯

সুমন কর বলেছেন: ভালো বলেছেন।

০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৩১

নূরুল্লাহ তারীফ বলেছেন: ধন্যবাদ।

২| ০২ রা আগস্ট, ২০১৪ সন্ধ্যা ৭:৪৮

মদন বলেছেন: +

০২ রা আগস্ট, ২০১৪ রাত ৮:৫৮

নূরুল্লাহ তারীফ বলেছেন: ধন্যবাদ।

৩| ০২ রা আগস্ট, ২০১৪ রাত ৯:৪৯

শেখ মফিজ বলেছেন: আমি মনে করি না
এটা নৈতিক অবক্ষয়ের কোন ব্যাপার ।
এটা শুধু মাত্র আনন্দ উদযাপন ।
আনন্দ উদযাপনে কোথাও অবশ্য কিছু
উদ্দীপক কথাবার্তা থাকে বন্দ্ধুদের মাঝে,
তবে তা মাইকে বলা অনুচিত ।
এটা তাদের রুচিবোধের অভাব ।
তার জন্য শুধু যারা করছে তারাই দায়ী,
সবাই নয় ।

০৩ রা আগস্ট, ২০১৪ সকাল ৯:৫১

নূরুল্লাহ তারীফ বলেছেন: লেখক বলেছেন: আপনি নৈতিকতা বলতে কি বুঝেন আসল দ্বিমত বোধহয় সেখানে। বড় স্পিকার ভাড়া করে রাতের নিরবতা ভেঙ্গে, শিশু ও অসুস্থ মানুষকে কষ্ট দিয়ে গান বাজানো যদি নৈতিক অবক্ষয় না হয়; তাহলে কোনটাকে আপনি নৈতিক অবক্ষয় বলবেন? গানের মধ্যে কি থাকে সে আলোচনা না হয় নাই করলাম। আপনি যেটাকে রুচিবোধের অভাব বলছেন অন্য কেউ হয়তো বলবে এ গান ও সংস্কৃতি আমার রুচিতে বাধে না। কিন্তু যদি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখেন তাহলে নীতি-নৈতিকতা বা মূল্যবোধের একটা সীমারেখা সেখানে পাবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.