নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

রবিও বলে নতুন আলোই -\nগুচবো এ কলুষলিপি...\nসদ্য-সাদা কর্ণপাতের -\nলিখবো আজ স্বর্নলিপি....\nএ দুয়ারে বর্ণবিদ-ই-\nহলেম তার-ই অলিকসাথী...\nকে বোঝায়ে কাহার পানে-\nতৃপ্ত আমার অন্তরপূরী!

কে.এম. তারিফুজ্জামান

কে.এম. তারিফুজ্জামান › বিস্তারিত পোস্টঃ

বিষাদ-জালা

০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ দুপুর ১২:৫১

""জমে থাকা ছাইয়ের স্তুঁপে একটু খূঁচা দিলেই, নিবে যাওয়া আগুন আবার জ্বলে উঠে!!আর তা থেকে আবার পুড়া পুড়া গন্ধ বেরিয়ে আসে,,,,,,,তবুও ক্ষতি নেই!!
কিন্তু,, মানুষের হৃদয়ের গভীরে যে পুরনো ক্ষতটায় বিষাদজালা নিয়ে জমে উঠে কষ্টের স্তুপ!!
এক সময় তা জ্বলত জ্বলতে ছাই হয়ে ঠিক চাপা পরে যায় হৃদয়কোনে!!
কিন্তু, এতে যখন হটাৎ করেই সামান্য একটু আঘাত লাগে তখন পুনরায় সেই কষ্টের দহন আবারও জ্বলতে থাকে!!
আর তখন সেই দহন জ্বালা এতো তীব্রভাবেই জ্বলতে থাকে,যা কোনোকিছুর বিনিময়েও চাপা দেয়া যায়না!!
তা থেকেও বেরিয়ে আসে একপ্রকার গন্ধ যা কেউ বুঝতেই পারেনা,,,যার পুড়ে সেই-ই বুঝে!!আর দু'এক ফোঁটা চোখের জলে তা নিবানোর চেষ্টা করেও নেবানো যায় না!!আর তখন সেই বিষাদ-জালাই নিয়ে আসে সারাজীবনের কান্না!!!
আর তাই মানুষকে নির্দোষ থাকা সত্ত্বেও কাঁদতে হয় সারাটা জীবন!!!""

"""তাহৃিদিফ"""

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৯ বিকাল ৩:৪৭

রাজীব নুর বলেছেন: হুম।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.