নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারিক হাসান রুবেল

I am a simple man, love to travel, music and reading. I can write also..I hate capitalism. I am little bit nostalogic...Past, present and future all time is important to me...I always like my culture, tradition but I hate some bad effects of these...

তারিক হাসান রুবেল › বিস্তারিত পোস্টঃ

শহীদ রাজীব হায়দার - এর হত্যাকারীদের ক্ষমা নাই

১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৪

ব্যাপারটায় খুবই মর্মাহত । একজন মুক্ত চিন্তার মানুষ সারাজীবন লিখে যাবেন, লেখাই তার বিপ্লবের একমাত্র হাতিয়ার। সব সময় সর্ব যুগে এটা ছিল, এটা থাকবে। ব্লগার একজন মুক্ত চিন্তার মানুষ, একজন লেখক। কারো ভাল লাগতে পারে আবার কারো মন খারাপ ো হতে পারে কিন্তূ তাকে হত্যা করে কি সত্য-ন্যায়ের বিপ্লব, আন্দোলন, সংগ্রাম কি থামানো যাবে, কখনো গেছে। এটা কখনো হয় না, হতে পারে না তাহলে ইতিহাস বদলে যাবে। এরা কখনো মরে না, অতীতে কখনো হয় নি। হুমায়ূন আজাদ-কে হত্যা করে হত্যাকারীরা বাচতে পারে নি। এবারো পারবে না ইনশাহ্‌আল্লাহ।



রাজীব হায়দার একজন শহীদ। তাকে শহীদের মর্যাদা দিতে সবার প্রতি আহ্বান জানাই।

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৮

স্পেলবাইন্ডার বলেছেন: একজন স্বঘোষিত নািস্তককে শহীদ বলে তার আত্মাকে কষ্ট দিয়েন না

২| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

তামীম বলছি বলেছেন: ভাই, আপনার লেখাটা পড়ে মনে হচ্ছে শহীদের সংজ্ঞাটা ভুলে গেছি।

যাই হোক, রাজীবের উদ্দেশ্যে একটাই কমেন্টঃ R.I.P.

৩| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০২

ওয়ানিলা বলেছেন: ভাই শহিদ কাকে বলে বুঝন টার বলগ পরছেন কখনো??

৪| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:০৫

ফুটবলকেএস বলেছেন: Click This Link

৫| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২০

তারিক হাসান রুবেল বলেছেন: হতে পারে তিনি নাস্তিক, এতে কিছু আসে যায় না। তিনি একজন সাইবার যোদ্ধা, যুদ্ধরত অবস্থায় তাকে হত্যা করা হয়। তাই তিনি শহীদ। জানি না 'শহীদ' বাংলা না আরবি ভাষা। তবে ভাষাগত সমস্যা ভুলে গিয়ে আমরা হৃদয় দিয়ে দেখি।

৬| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২১

জিললুর রহমান বলেছেন: রাজীবের এইরকম মৃত্যু অবশ্যই কাম্য নয়। কিন্তু শহীদ শব্দটা এত সোজা না।

৭| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩১

তারিক হাসান রুবেল বলেছেন: শব্দগত বিষয় একটা প্রাণ- এর চেয়ে বেশি নয়। তারপর ো উনি একজন স্থপতি, দেশের সম্পদ। এভাবেই একশ্রেনীর ধর্মাশ্রয়ী দানবেরা দেশের সম্পদ লুন্ঠন করে। অতীতে ো করেছে, এখনো করছে।

৮| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৩:২৩

পেন্সিল স্কেচ বলেছেন: রাজিব হত্যা কারীর বিচার চাই

৯| ১৬ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

পরিযায়ী বলেছেন: ইসলাম বিদ্বেষী চটি লেখক কিভাবে মুক্ত চিন্তার মানুষ হয়?? তেল বাজির ১টা সীমা থাকা উছিত।

১০| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:৩৮

তারিক হাসান রুবেল বলেছেন: ো তো লেখক আর তুমি মিয়া তো পাঠক, এত বক বক করো কেন, তোমাদের চরিত্র তো ফুলের মতো পবিত্র। দিনের বেলা রাখ ঢাক আর রাতের বেলা সদরঘাট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.