নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তারিক হাসান রুবেল

I am a simple man, love to travel, music and reading. I can write also..I hate capitalism. I am little bit nostalogic...Past, present and future all time is important to me...I always like my culture, tradition but I hate some bad effects of these...

তারিক হাসান রুবেল › বিস্তারিত পোস্টঃ

দেশের সকল এতিমখানাগুলোকে সরকারী নিয়ন্ত্রনে আনা জরুরী এবং এই শিশুদের দায়িত্ব সরকারের, কোন সংগঠন কিংবা সংস্থার নয়।

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৩৬

রাষ্ট্র যখন এতিম-দু:স্থ-অসহায়-পিতৃমাতৃ পরিচয়হীন শিশুর দায়িত্ব না নেয় তখন-ই তারা কোন এক অপশক্তি দ্বারা ব্যবহৃত হয় এ কথাটি আজ প্রমানিত। কিন্তু যুগের পর যুগ ধরে কোন সরকার-ই এ সত্যটি উপলব্ধি করেনি। এই অসহায় শিশুদের দায়িত্ব যখন রাষ্ট্র না নেয় তখন তারা কোন ব্যক্তিমালিকানাধীন কিংবা কোন সংস্থা বা সংগঠনের কব্জায় চলে যায় এবং স্বাভাবিকভাবেই তাদের হয়ে যে কোন কাজে অংশগ্রহন করে, ন্যায়-অন্যায় বোধ তখন কাজ করে না আর ন্যায়-অন্যায় বোধ তৈরি হবেই বা কিভাবে? তারা যে সব প্রতিষ্ঠানে শিক্ষা গ্রহণ করে সেখানে কি শিক্ষা দেয়া হয় তা দেখার তো কেউ নেই। অসহায় শিশুরা শুধু বেচে থাকে আর ওস্তাদ বা হুজুর দের কথা শো্নে। সেখানে নেই কোন মুক্ত জ্ঞান চর্চার পরিবেশ যেমন, লাইব্রেরী যেখানে হরেক রকম বইয়ের সমাবেশ কিংবা নিয়মিত ভাল পত্রিকা, অডিও-ভিস্যুয়াল মিডিয়া, মুক্ত বিতর্ক প্রতিযোগীতা, ইন্টারনেট ইত্যাদি ।এই সব এতিমখানা গুলো-ই আজ দেশ ও জাতির জন্য ভয়ানক হয়ে উঠছে কারন এদেরকে ব্যবহার করছে একধরনের সুবিধাভোগী ধর্ম ব্যবসায়ী। তাই দেশের সকল এতিমখানাগুলোকে সরকারী নিয়ন্ত্রনে আনা জরুরী এবং এই শিশুদের দায়িত্ব সরকারের, কোন সংগঠন কিংবা সংস্থার নয়। কারন-এ্ররাই ভবিষ্যত দেশ ও জাতির সম্পদ।

মন্তব্য ৫ টি রেটিং +০/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৩

আশফাক সুমন বলেছেন: ভাল পরামর্শ ।

"এই সব এতিমখানা গুলো-ই আজ দেশ ও জাতির জন্য ভয়ানক হয়ে উঠছে কারন এদেরকে ব্যবহার করছে একধরনের সুবিধাভোগী ধর্ম ব্যবসায়ী"- এই মন্তব্য কতটা সঠিক?

যাই হোক আপনার সাথে সহমত

২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৫৩

তাওহীদ বলেছেন: আপনার কথায় সত্যতা আছে, ভাবছিলাম এই বিষয়টা লিখব।
আমি মাদ্রাসাগুলোতে কোরবানির চামড়া বা তার অর্থ দেয়া বন্ধ করেছি বেশ কয়েক বছর।
মানুষ অর্থ দেয় পাপ মোচন এর আশায়, পুণ্যের আশায়। কিন্তু এখন ভেবে দেখা উচিৎ, এভাবে দান ঠিক হচ্ছে কিনা।
রাসুল (সঃ) এতিমের প্রতি দয়াবান হতে বলেছেন, কিন্তু এভাবে এতিম পালনে যদি সমাজ বিনষ্টের কারণ হয়, তবে এতিম পালনের ক্ষেত্রে সমাজকে বিকল্প ভাবতে হবে।

৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৭:০২

কবিরউইনার বলেছেন: vai apni ja janen na ta bole moha ponditi dekhben na.
Ei shomosto atim khanay joto boktrita deoa hoy tar chitefotao school. Clg a hoy na bliv na hole ekta jorip kore dekhte paren. R ekta kotha pls kindly gia dekhben protita atim khanay library ase ki na? akhon protita atim khanay jotesshto porimane library te booooks royese so no neeed ur help. Onk oge theke ei atim khana gulo shorkar charai chole ashtase abong future a o cholbe inshallllla. Tader shathe alllah asen. you come or not it has ALLAH.

৪| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৮:৩৫

মুহাই বলেছেন: হুম ।

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ২:৩৪

তারিক হাসান রুবেল বলেছেন: অনেক ধন্যবাদ সকলকে যারা মন্তব্য করেছেন। তো ভাই কবির উইনার, আপনি মনে হয় এতিমখানায় ছিলেন । যা হোক, মাদ্রাসা বা এতিম খানায় যে সব বক্তৃতা দেয়া হয় আর যে সব বই লাইব্রেরীতে রাখা হয় তা সবই ইসলাম ধর্মভিত্তিক কিন্তূ থাকা উচিত ছিল সকল ধর্মের, রাষ্ট্রীয় আইন, উপন্যাস, কবিতা ইত্যাদি, বক্তৃতা তো অনেকেই দেন, বাংলাদেশে যার গলাবাজি যে কেউ ই করতে পারে। আর একটা ব্যাপার, আল্লাহ সবার সাথেই থাকে শুধু ওদের সাথেই থাকে না। শুধু আপনাকে বোঝানোর জন্য কষ্ট করে এতগুলো কথা লিখতে হলো। বাকিরা এমনিতেই বুঝেছে। সমস্যা হচ্ছে, বাংলাদেশে আপনার মতো অবৃঝ লোকের সংখ্যা কোটি কোটি। কয়জনকে বোঝাবো বলেন। যা হোক, ভালো থাকবেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.