![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২৬ শে ফেব্রুয়ারী এবং ৬ ই এপ্রিল ২০১৩ ইং তারিখে দুটো লেখা লিখেছিলাম তার-ই প্রতিফলন দেখলাম ৫ ই মে ২০১৩ ইং শাপলা চত্বরে। নতুন করে আর ও অনেক কিছু বলার আছে তার মধ্যে একটি হচ্ছে প্রধান বিরোধী দল বি.এন.পি- এর রাজনীতি। ক্ষমতায় যাওয়ার জন্য কিছু ক্ষমতা, অর্থ লিপ্সু রাজনীতিবিদদের নির্লজ্জ কলাকেৌশল। আমার একটা বিষয় ভীষন অবাক লাগে, তারা কি চোখের সামনে জ্বলন্ত উদাহরন পাকিস্তান কে ও দেখে না । তাদের মধ্যে কি জ্ঞান-বুদ্ধি-বিবেকবান-বিচক্ষণ লোকজন কেউ নেই যিনি একটু পড়াশুনা করেন বা ভবিষ্যত সম্পর্কে একটু ধারনা করতে পারেন যে এভাবে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করলে তার পরিনতি হবে ভয়াবহ যার থেকে রেহাই পাবে না কেউ। এভাবে একটা নিরীহ গ্রুপকে ভূল রাজনীতি শিখিয়ে, তাদেরকে চরমপন্থী করে বি.এন.পি তো আরও সংকুচিত হয়ে যাবে। এখন যেমন দলটি অনেকটা জামায়াত নির্ভর তখন হবে জামায়াত, হেফাজত, জঙ্গীবাদ নির্ভর। প্রতিদিন ঘটবে পাকিস্তান এর মতো হত্যাযজ্ঞ । শুরু হবে রাষ্ট্রীয় বিশৃঙ্খলা যার নিয়ন্ত্রণ করতে পারবে না কোন সরকার। বিচার বিভাগ, শাসন বিভাগ, সংসদ, সেনাবাহিনী হবে সমন্বয়হীন। তাই এই সব ভ্রান্ত রাজনীতি পরিহার করে সব রাজণৈতিক দলকেই জনমুখী হতে হবে।
২| ১১ ই মে, ২০১৩ রাত ১১:৫৫
তারিক হাসান রুবেল বলেছেন: বাহ! চমৎকার উপমা "মুর্খ্য চুম্বক"...ধন্যবাদ দুরন্ত সাহসী...উপমাটা অনেক লেখায় ব্যবহার করা যাবে।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৩ রাত ১:২৫
দুরন্ত সাহসী বলেছেন:
তাদের মধ্যে কি জ্ঞান-বুদ্ধি-বিবেকবান-বিচক্ষণ লোকজন কেউ নেই যিনি একটু পড়াশুনা করেন বা ভবিষ্যত সম্পর্কে একটু ধারনা করতে পারেন যে এভাবে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করলে তার পরিনতি হবে ভয়াবহ যার থেকে রেহাই পাবে না কেউ।
এই দলটা হলো একটা মুর্খ্য চুম্বক,যা শুধু মুর্খ্যদেরই দলে টানে।