নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অন্ধকারের যোদ্ধা

মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ

দুনিয়ার আইলসা আমি। গেম খেলি গেম আর্ট বানাই।

মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ › বিস্তারিত পোস্টঃ

গ্রামীনফোনের চিটিংবাজির শিকার আমি!

২৩ শে জুন, ২০১৫ রাত ৮:৩১

রোজার দিনে #গ্রামীনফোন রে একটা মুখ খারাপ করা গালি দিতে চাই...@#৳% ...(নিজের ইচ্ছা অনুযায়ী ভেবে নিন)।
আজকে ইন্টারনেট প্যাকেজের মেয়াদ শেষ হয়ে যাবার কারণে বিকাল ৫.১৫ বা ৫.৩০ টার দিকে ১০০ এমবির ডাটা অ্যাক্টিভ করালাম। সেলুলার ডাটা ও 3জি ডাটা ২টোই অফ ছিল তখন। মেসেজ আসলো প্যাকেজ অ্যাক্টিভেট হবার কনফার্মেশন মেসেজ দেয়া হবে। ৫৩ টাকা ব্যালান্স থেকে কেটে নেয়া হয়েছে। ইফতারের পরও কোনো কোনো কনফার্মেশন মেসেজ না আসায় কাস্টোমার কেয়ারে ফোন দিলাম। রাত ৭.৫০-৭.৫৫ এর দিকে 'তারেক' নামের একজনকে সমস্যাটা বলার পর সে বিভিন্ন ধানাইপানাই করে বলে যে আমি নাকি প্যাক চালু থাকার আগেই ৫৩ টাকার ইন্টারনেট খরচ করে ফেলেছি! আমি তাকে আবারো বুঝিয়ে বললাম, আমার ডেটা সার্ভিস অফ করা ছিল, ইন্টারনেট ইউজ করার প্রশ্নই আসে না। তাছাড়া আমি তো প্যাকেজ অ্যাক্টিভেট করার মেসেজ পেয়েছি, আপনার কথা যদি ঠিক হয় তাহলে তো ডাবল টাকা কাটার কথা!
এবার সে রাফ ব্যবহার করা শুরু করে আমাকে প্লে-স্টোর...অ্যাপ আপডেট...ইত্যাদি বুঝানো শুরু করলো। আমি এবার তাকে বললাম, ভাই সেলুলার ডেটা কি বুঝেন? ওটা অফ থাকা অবস্থায় কিভাবে অ্যাপ ব্যাকগ্রাউন্ডে আপডেট হবে??
এবারো সে নানা ধরণের ত্যানা পেচানো শুরু করলো...তার কথা হচ্ছে টেকনোলজি মিথ্যা বলে না।...আমি এবার বিরক্ত হয়ে ফোন রেখে দিলাম।
সমস্যাটা জানাতে ফোন দিলাম গ্রামীনফোনে কর্মরত Giasuddin​ ভাইকে। সব শুনে উনি বললেন উনার ভাগ্নির সাথেও নাকি এরকম হয়েছে!
এলাকার ফ্লেক্সিলোডের দোকানদারের সাথে আলাপ করে জানলাম গরীব রিকশাওলা-দিনমজুররা এই ঘটনার শিকার বেশি। এরা ৩০-২০ টাকা রিচার্জ করার পরে প্রায়ই দেখা যায় বিভিন্ন সার্ভিস অটো অ্যাক্টিভেট করে টাকা কেটে নেয়া হয়!!
একবার ভাবুন এইভাবে এই ঈদের সিজনে এরা যদি ১ কোটি গ্রাহকের ৫০ টাকা করে মেরে নেয় তাহলে কত টাকা মারা হবে??
মজার ব্যাপার হচ্ছে গতকাল রাত ৯.২০ এর দিকে আরেকটা মেসেজ পাই যে আমার ইন্টারনেট প্যাক অ্যাক্টিভেট করা হয়েছে। সন্দেহের বশে ব্যালান্স চেক করে দেখি আমাকে অটোমেটিক্যালি ৭৫ এমবি এর আরেকটা প্যাকেজ ধরিয়ে দেয়া হয়েছে এবং আরো ৩৩ টাকা কেটে নেয়া হয়েছে!!!



মন্তব্য ৮ টি রেটিং +২/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ২৩ শে জুন, ২০১৫ রাত ৯:২০

রুমি৯৯ বলেছেন: আমরাও ভুক্তভোগী বাট আপনার কিছুই করার নেই,যেমন আমি অনেক দৌড়াদোড়ি করে কিছু করতে পারিনি l মাঝখান থেকে আমার রিকশা ভাড়া ও মোবাইল বিল ফাও গেছে

২৪ শে জুন, ২০১৫ দুপুর ১:২৯

মুহাম্মাদ তারিক সাইফুল্লাহ বলেছেন: মজার ব্যাপার হচ্ছে গতকাল রাত ৯.২০ এর দিকে আরেকটা মেসেজ পাই যে আমার ইন্টারনেট প্যাক অ্যাক্টিভেট করা হয়েছে। সন্দেহের বশে ব্যালান্স চেক করে দেখি আমাকে অটোমেটিক্যালি ৭৫ এমবি এর আরেকটা প্যাকেজ ধরিয়ে দেয়া হয়েছে এবং আরো ৩৩ টাকা কেটে নেয়া হয়েছে!!!

২| ২৩ শে জুন, ২০১৫ রাত ৯:২৬

হাসান মাহবুব বলেছেন: দুঃখজনক।

৩| ২৩ শে জুন, ২০১৫ রাত ১০:০০

কুরআন বুঝা সহজ বলেছেন: আমি গ্রামিনফোন এর মডেম কেনার পর যখন কানেক্ট করলাম তার প্রায় আনুমানিক ৩/ ৪ মিনিট পর ডিসকানেকট হয়ে গেল। আমার ৩৫০ টাকা ব্যালেন্স শেষ। আমি তখনও কোন প্যকেজ ক্রয় করিনি। যেহেতু গ্রামিন ইন্টারনেটে নতুন, আমি বুঝতে পারিনি যে কানেক্ট করার সাথেই ডাটা কাটবে। কিন্তু ৩/৪মিনিটে ৩৫০ টাকা কেটে নেয়া কিভাবে জাস্টিফাইয়াবল হয় তার ব্যখ্যা তারা দিতে পারেনি। তাছাড়া নতুন মডেমের সাথে ২ জিবি ফ্রি অফারের কিছুিই পাইনি। কাষ্টমার কেয়ারে ফোন দিলে তারা ধানাই পানায় বলা শুরু করে।

৪| ২৩ শে জুন, ২০১৫ রাত ১০:০৩

অপ্রকাশিত কাব্য বলেছেন: দুঃখজনত

৫| ২৩ শে জুন, ২০১৫ রাত ১০:১০

প্রামানিক বলেছেন: দুঃখজনক ঘটনা।

৬| ২৪ শে জুন, ২০১৫ ভোর ৪:৩৪

অগ্নিবীণা! বলেছেন: ভুল করলাম! কিছু বাঁশ ওদের জন্য রেখে দেওয়া উচিৎ ছিলো!

৭| ২৪ শে জুন, ২০১৫ ভোর ৫:৪০

আমি মিন্টু বলেছেন: আমাদের স্বপ্নের পদ্মা সেতু

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.