![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ষড়ঋতুর মাঝে দুটা ঋতু আমার খুব প্রিয়৷ একটা হল বসন্ত আরেকটা বর্ষা৷ বসন্তে প্রকৃতি নতুন রং রূপে সেজে ওঠে একবার আর বর্ষায় বৃষ্টির জলে ধুয়ে প্রকৃতি আরো একবার স্বরূপে স্ববর্নে সেজে ওঠে৷ আর বাংলার প্রকৃতির এই সাজসজ্জাই খুব প্রিয় আমার৷
তোমায় দেখেছিলাম পড়ন্ত কোন বিকেলে
তুমি তাকিয়ে ছিলে ঐ দিগন্তে
সূর্যাস্ত দেখবে বলে
তখন ছিলে শুধুই যে
এ মনের আড়ালে
এঁকে দিয়েছিলে সে কোন আলো
আপনমনে আপন কোন খেয়ালে
শেষ বিকেলের আলো জ্বেলে
তুমি হয়ে আছো তাই কত না আপন
রেখেছি তোমায় এ হৃদয়ে করে
যে যতন
খুঁজি ফিরি তাই তোমায় শুধু সেই বিকেল বেলায়
কবে দিবে দেখা হয়ে সেই আলো এ মনের পাড়ায়
সে কথা কাটে না মোর প্রহর কাটে না বেলা
আলো আঁধারিতে তোমারি কল্পনার ছবি করে শুধু খেলা
তোমাতে বিভোর সবি যে আমার
তোমায় নিয়ে করে মনের ফেরী শুধু কল্পনার পাড়াপাড়
সেই কল্পনার তুমি হবে কবে বাস্তব তুমি?
সেই অপেক্ষায় গুনি ক্ষন এই একাকি আমি!
২| ০১ লা মে, ২০১৪ রাত ১১:৫৬
তারিক১৪২২ বলেছেন: ধন্যবাদ
৩| ০১ লা মে, ২০১৪ রাত ১১:৫৭
তারিক১৪২২ বলেছেন: ধন্যবাদ
৪| ০২ রা মে, ২০১৪ রাত ১২:০৯
হাসান বিন নজরুল বলেছেন: কল্পনা গুলো অজানা কারনে বাস্তব হয়ে উঠে না
৫| ০২ রা মে, ২০১৪ সকাল ৮:৫১
তারিক১৪২২ বলেছেন: হুম,কল্পনাগুলো কল্পনার দেশে থাকতেই ভালোবাসে
©somewhere in net ltd.
১|
০১ লা মে, ২০১৪ রাত ১১:৩০
স্নিগ্ধ শোভন বলেছেন:
সুন্দর। শুভকামনা রইলো।