নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ বিকেলের আলোয় দেখেছিলাম তোমার সেই রূপ,আজও মনে পড়ে চোখে ভাসে তোমায় বড় বেশি খুব

বর্ষাকালে কবি হতে মন চায়

তারিক১৪২২

ষড়ঋতুর মাঝে দুটা ঋতু আমার খুব প্রিয়৷ একটা হল বসন্ত আরেকটা বর্ষা৷ বসন্তে প্রকৃতি নতুন রং রূপে সেজে ওঠে একবার আর বর্ষায় বৃষ্টির জলে ধুয়ে প্রকৃতি আরো একবার স্বরূপে স্ববর্নে সেজে ওঠে৷ আর বাংলার প্রকৃতির এই সাজসজ্জাই খুব প্রিয় আমার৷

তারিক১৪২২ › বিস্তারিত পোস্টঃ

তুমি মোর দখিনের খোলা বারিন্দা

১৩ ই মে, ২০১৪ রাত ১১:৫৯

কবিতা পড়ার প্রহর বারবার

আসে ফিরে

তবু তোমার দেখা পাইনি

আমার হৃদয় নীড়ে

তোমায় নিয়ে ভাবনা

ভেবে যাই প্রতি মাঝরাতে

শুধু কথা বলি কল্পনায় তোমার সাথে

আর তোমার মেহেদী রাংগা হাত রেখে হাতে

কাটে নির্ঘুম প্রহর আমার নিঝুম এই রাতে

সময়ের ঘড়ি থেমে যায়

আমার এই ক্ষনে

যখন দাও ছুঁয়ে আমায় তুমি

পরশ বুলিয়ে এ মনে

তুমি মোর ঘরছাড়া

কোন শিল্পীর ক্ষনিকের কল্পনা

আর তাই সে এঁকে যায়

তোমায় নিয়ে কত আলপনা

তুমি যদি জানতে তোমায়

নিয়ে ভেবে যাই কত ভাবনা

জানো?বলছি তোমায়

যে তোমার কল্পনা ছেড়ে

আমি কোথাও যাবনা

আঁকবো তোমায় নিয়ে কত শত ছবি

আর ভাববো যা শুধু তোমায় নিয়ে সবি

লিখবো তোমায় নিয়ে কোন এক নিগূঢ় প্রেমের কবিতা

যা শুধু তোমায় নিয়ে লেখা আছো জুড়ে তুমি সবই তা

জানো কি?তুমি মোর কল্পনার রাজ্যে

একমাত্র বাসিন্দা

সেই রাজ্যের ছোট্ট এক বাড়ির ছোট্ট কোন ঘরের

তুমি মোর দখিনের খোলা বারিন্দা৷৷

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই মে, ২০১৪ রাত ১২:৪৬

এহসান সাবির বলেছেন: সুন্দর।

২| ১৪ ই মে, ২০১৪ রাত ১:৩৩

তারিক১৪২২ বলেছেন: ধন্যবাদ! :-)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.