![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ষড়ঋতুর মাঝে দুটা ঋতু আমার খুব প্রিয়৷ একটা হল বসন্ত আরেকটা বর্ষা৷ বসন্তে প্রকৃতি নতুন রং রূপে সেজে ওঠে একবার আর বর্ষায় বৃষ্টির জলে ধুয়ে প্রকৃতি আরো একবার স্বরূপে স্ববর্নে সেজে ওঠে৷ আর বাংলার প্রকৃতির এই সাজসজ্জাই খুব প্রিয় আমার৷
তেইশ বছর বয়স
কি সুন্দর, কি অদ্ভূত
চারিদিক কত স্বপ্নের হাতছানি
ভাবি সদা কত দায়িত্ব নিয়ে পূর্ন এ জীবন খানি
তেইশ বছর বয়স
কি স্বপ্নময়,কি দু:স্বপ্নময়
মাঝে মাঝেই হানা দেয় যে আচমকা দমকা বাতাস ঝরো
তবু কেমন যেনো অভ্যস্ত, হয়ে গেছি যে অনেক বড়ো
তেইশ বছর বয়স
কি রোমান্টিক,কি বেদনাময়
আঁকি নিরবে কারো চোখে জীবনের সবটা সুখ
আবার অদ্ভূত বাস্তবতায় জলাঞ্জলি দেই সেই প্রিয় কোন মুখ
তেইশ বছর বয়স
কি জীবন কি মরন
ভাবি হঠাৎ যেনো বাঁচি হাজার বছর ধরে
আবার সামান্য কষ্টে ইচ্ছে হয় যাই আমি মরে.......।
©somewhere in net ltd.