![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ষড়ঋতুর মাঝে দুটা ঋতু আমার খুব প্রিয়৷ একটা হল বসন্ত আরেকটা বর্ষা৷ বসন্তে প্রকৃতি নতুন রং রূপে সেজে ওঠে একবার আর বর্ষায় বৃষ্টির জলে ধুয়ে প্রকৃতি আরো একবার স্বরূপে স্ববর্নে সেজে ওঠে৷ আর বাংলার প্রকৃতির এই সাজসজ্জাই খুব প্রিয় আমার৷
বৃষ্টিকে বলেছিলাম
কেনো তুমি হলে শ্রাবনধারা
ঝরে যাও অবিরত যেনো কান্না কারো হৃদয়হারা৷
বৃষ্টি বলেছিলো আমি কারো কাছে কান্না
আর কারো কাছে অশ্রু আনন্দের
তবু আমি ঝরে যাই আমার মত
আবেগ ঝরাই নীল আকাশের ৷
বৃষ্টিকে বলি কেনো তুমি হলে এত
আবেগী এই ঋতু বর্ষায়
নেই কি তবে আবেগ অন্য কোন ঋতুর
ভাবায় যে আমায় ৷
মুষলধারা বৃষ্টি বলে একটু
হেসে জেনে রেখো ভাই
আমার আবেগই যে আমি
তাই তো দেখে সবাই৷
অন্য ঋতুর আছে আবেগ
আছে তাদেরও অনুভুতি
তবে রাখে তারা চাপা সবি
কারন তারা যে অন্তর্মূখী৷৷
©somewhere in net ltd.