নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ বিকেলের আলোয় দেখেছিলাম তোমার সেই রূপ,আজও মনে পড়ে চোখে ভাসে তোমায় বড় বেশি খুব

বর্ষাকালে কবি হতে মন চায়

তারিক১৪২২

ষড়ঋতুর মাঝে দুটা ঋতু আমার খুব প্রিয়৷ একটা হল বসন্ত আরেকটা বর্ষা৷ বসন্তে প্রকৃতি নতুন রং রূপে সেজে ওঠে একবার আর বর্ষায় বৃষ্টির জলে ধুয়ে প্রকৃতি আরো একবার স্বরূপে স্ববর্নে সেজে ওঠে৷ আর বাংলার প্রকৃতির এই সাজসজ্জাই খুব প্রিয় আমার৷

তারিক১৪২২ › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি ও আমি

২৭ শে আগস্ট, ২০১৪ রাত ১:২৩

বৃষ্টিকে বলেছিলাম

কেনো তুমি হলে শ্রাবনধারা

ঝরে যাও অবিরত যেনো কান্না কারো হৃদয়হারা৷

বৃষ্টি বলেছিলো আমি কারো কাছে কান্না

আর কারো কাছে অশ্রু আনন্দের

তবু আমি ঝরে যাই আমার মত

আবেগ ঝরাই নীল আকাশের ৷

বৃষ্টিকে বলি কেনো তুমি হলে এত

আবেগী এই ঋতু বর্ষায়

নেই কি তবে আবেগ অন্য কোন ঋতুর

ভাবায় যে আমায় ৷

মুষলধারা বৃষ্টি বলে একটু

হেসে জেনে রেখো ভাই

আমার আবেগই যে আমি

তাই তো দেখে সবাই৷

অন্য ঋতুর আছে আবেগ

আছে তাদেরও অনুভুতি

তবে রাখে তারা চাপা সবি

কারন তারা যে অন্তর্মূখী৷৷

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.