![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ষড়ঋতুর মাঝে দুটা ঋতু আমার খুব প্রিয়৷ একটা হল বসন্ত আরেকটা বর্ষা৷ বসন্তে প্রকৃতি নতুন রং রূপে সেজে ওঠে একবার আর বর্ষায় বৃষ্টির জলে ধুয়ে প্রকৃতি আরো একবার স্বরূপে স্ববর্নে সেজে ওঠে৷ আর বাংলার প্রকৃতির এই সাজসজ্জাই খুব প্রিয় আমার৷
প্রিয়ন্তী
কেমন করে থাকো দূরে এতটা ক্ষন
কেমন করে রাখলে পাষান তোমার ঐ মন
কেমন করে রাখলে সরিয়ে তুমি নিজেকে
কেমন করে ভুলে আছো তুমি এই আমাকে
জানো ?আজো রাত জাগি, তারা গুনি নীল আকাশের
শুধু তুমি নেই আর তাই স্বপ্ন বুনি না ভবিষ্যতের
প্রিয়ন্তী
জানো?এখনো আমার সময়গুলি কাটে ভেবে শুধু তোমাকে
তোমার স্মৃতিগুলি যেনো চোখের সামনে ক্ষান্ত হয়ে দাড়িয়ে থাকে
প্রিয়ন্তি
মনে পড়ে?সেই সন্ধ্যাটা
বৃষ্টিভেজা ছিল সারাদিনটা
সেদিনের সেই সন্ধ্যাটা ছিল আকাশে শ্রাবন মেঘে ভরা
হঠাৎ আকাশ ভেংগে বৃষ্টিতে যেনো কাকভেজা হয়েছিলেম মোরা
তুমি হাত বাড়িয়ে ছুয়ে দিলে উচ্ছ্বল বৃষ্টির ফোটা কী মায়ায়
আর অমনি আমি পড়ে গেলাম
তোমায় প্রেমে কি অবলীলায়
তুমি ধরেছিল নিশ্চিন্তে এই ভেজা দুটি হাত যেনো অদ্ভুত এক নির্ভরতায়
আমি পেয়েছিল আমার পৃথিবী ঐ হাতে আর হারিয়েছিলাম তোমাতে আমায়
সেই ত ছিল শুরু তারপর কোথায় দিয়ে চলে গেলো সব ভাল লাগা ক্ষন , সময় ঘড়ির দিকে তাকিয়ে থাকি
এক ঝটকায় ফিরে এলো সেই বৃষ্টি তবে নিয়ে এসেছিল সাথে নি:সীম আঁধার নিয়ে কালবৈশাখী
হারালে তুমি কোথায় কোন ঝড়ো হাওয়ায়
সামনে শুধু আমার থাকলো পড়ে
তোমার চলে যাওয়া ছেড়া ডায়রীর পাতায়৷
প্রিয়ন্তী
কেনো চলে গেলে?
অভিমানী তুমি,
হয়ে নিষ্ঠুর তুমি শাস্তি দিলে আমাকে
বাকীটা জীবন পারবো কি থাকতে?
কেমনে ভুলি তোমাকে?
প্রিয়ন্তী
দেখতে কি পাও?
আমি বেচে আছি, তোমার প্রতিটি স্পর্শ নিয়ে
বেচে আছে আমার নস্বর দেহখানি, অপেক্ষা শুধু কবে যাবো বিলীন হয়ে…………
©somewhere in net ltd.