নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শেষ বিকেলের আলোয় দেখেছিলাম তোমার সেই রূপ,আজও মনে পড়ে চোখে ভাসে তোমায় বড় বেশি খুব

বর্ষাকালে কবি হতে মন চায়

তারিক১৪২২

ষড়ঋতুর মাঝে দুটা ঋতু আমার খুব প্রিয়৷ একটা হল বসন্ত আরেকটা বর্ষা৷ বসন্তে প্রকৃতি নতুন রং রূপে সেজে ওঠে একবার আর বর্ষায় বৃষ্টির জলে ধুয়ে প্রকৃতি আরো একবার স্বরূপে স্ববর্নে সেজে ওঠে৷ আর বাংলার প্রকৃতির এই সাজসজ্জাই খুব প্রিয় আমার৷

তারিক১৪২২ › বিস্তারিত পোস্টঃ

*****স্মৃতিকাতরতা……………

১২ ই সেপ্টেম্বর, ২০১৫ দুপুর ১:১৫

……সেদিন পথ চলতে গিয়ে
দেখা হল সেই পুরনো গল্পের সাথে
মনে পড়ে গেলো সেই সব স্মৃতি
আনমনে হলাম স্মৃতিকাতর
মনে হল ফিরে যাই,ফিরে যাই সেই দিনগুলিতে
ফিরে যাই সেই ভাবনাহীন সময়ের সাথে
কতশত রং মাখানো ছবির মত
যা আছে এখনো মনের ফ্রেমে বাধানো
নিতাম গাঢ় সবুজের মত যেনো বুক ভরা শ্বাস
তাজা সবুজ কচি গাছগুলো যেনো ছিল অক্সিজেনের আঁধার
ভাবি যদি এখনো সেই বিশুদ্ধ অক্সিজেনই নেয়া যেতো
নেয়া যেতো সেই সবুজ কৈশোরের উচ্ছলতার পরশ
নেয়া যেতো ছুটি যখন তখন কিংবা কোথাও আমার হারিয়ে যাবার নেই মানা স্বাধীনতা
নেয়া যেতো তেপান্তরের মাঠে কিংবা ঘুমঘুমির মাঠে ছুটে যাবার আনন্দ
কিন্তু, না
তা হয়তো সম্ভব নয় আর,কারন সেগুলো যে আছে আজ পড়ে স্মৃতির পাতায়
ধুলো জমা স্মৃতি হয়ে আজ যে তার সব দুরন্তপনা হারায়
ঠিক যেমনটি বইয়ের মত, গল্প যেখানে বাধানো হয়ে গেছে,
কিন্তু সংশোধন বা পরিমার্জন কি তবু কি সম্ভব?
না, এ বইতে নয়, হতে পারে তা হয়তো নতুন কোন বইতে
নতুন কোন সংস্করনে
নতুন কোন স্মৃতিচারনে………………
©তারিক ইসলাম
18/05/15

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.