![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আলোয় মুক্তি, আকাশে মুক্তি মুক্তি ঘাসে ঘাসে। ধুলায় মুক্তি, কুলায় মুক্তি, মুক্তি বাকা হাঁসে ।
যিশু খ্রিস্টের জন্মেরও আগের ৪৬৯ থেকে ৩৯৯ সনের কথা। প্রাচীন গ্রীসের এথেন্স নগরীর একজন লোক, যিনি কিনা ইতিহাস বিখ্যাত মানুষকে প্রশ্ন করার জন্য, তাঁর ভয়াবহ প্রশ্ন সমূহ এথেন্সের শাসক শ্রেণীকে বিব্রত করে তোলে। তারা তাঁকে বিচারের সম্মুখিন করে। তিনি বলেন, অনেকেই বিচারালয়ে স্ত্রী পুত্রদের উপস্থাপন করেন করূণা উদ্রেকের উদ্দেশ্য কিন্তু না, আমি তর্কে জয়ের জন্য আবেগের আশ্রয় নেব না। বলুন, আমার বিরুদ্ধে অভিযোগ? তাঁর বিরুদ্ধে একটি অভিযোগ ছিল, তরুণ সমাজের মনকে তিনি দূষিত করছেন। ২৮০-২২১ ভোটে তিনি হেরে যান। কথিত আছে তার বন্ধু ও ছাত্র ক্রিটো তাকে পালাবার পথ করে দিতে চেয়েছিলেন। তিনি তাতে রাজি হন নি। বরং, সাজা মোতাবেক নিজ হাতে বিষাক্ত হেমলক গাছের রস মেশান পানীয় পান করেন। এরপর তাকে হাটতে বলা হয়। ধীরে ধীরে তার হৃদপিন্ড পর্যন্ত অবশ হয়ে যায়। মৃত্যুর আগে তার শেষ বচন- ক্রিটো, এস্কেলিপিওস আমাদের কাছে একটি মোরগ পায়। তুমি সেটা পরিশোধ করতে ভুল না।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৩৯
সাহেদুর রহমান বলেছেন: মন্তব্য পেয়ে ভাল লাগল।
২| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৯
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: জানলাম......
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪০
সাহেদুর রহমান বলেছেন:
৩| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:৫১
মোঃ সাইফুল ইসলাম সজীব বলেছেন: সক্রেটিস! দেখুন ফিডোতে তিনি বলছেন- 'তা হলে এবার একটি নতুন রাস্তায় আমরা এই সিদ্ধান্ত গ্রহণ করতে সক্ষম হলাম যে, জীবিতদের মধ্য থেকে যেমন মৃতের আগমন-তেমনি মৃতের মধ্য থেকেই জীবিতদের আগমন।' ফিডো- অনুবাদ সরদার ফজলুল করিম।
এই বার আসি আমাদের পবিত্র গ্রন্থ কুরআন শরীফে সুরা আল ইমরানের ২৭ নম্বর আয়াতে বলা হয়েছে 'তুমি রাতকে দিনের ভেতরে প্রবেশ করাও এবং দিনকে রাতের ভেতরে প্রবেশ করিয়ে দেও। আর তুমিই জীবতকে মৃতের ভেতর থেকে বের করে আন এবং মৃতকে জীবিতের ভেতর থেকে বের কর।'
কি, কোনো মিল পাচ্ছেন? আমি এই জগতের কিছুই বুঝতে পারিনা। চেষ্টা করছি শুধু। কোথা থেকে যে কি হয়।
ভালো থাকুন, সব সময়।
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১১:৪৩
সাহেদুর রহমান বলেছেন: আপনার সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ। আমিও একদমই কিছু বুঝি না।
৪| ১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:২৫
নগর বালক বলেছেন: !
©somewhere in net ltd.
১|
১৫ ই সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:১৬
খেয়া ঘাট বলেছেন: ভালো লাগলো।