নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কে বানাইল এমন রঙমহলখানা

আকাশ আমাকে বলেছে কালকে এস।

সাহেদুর রহমান

আলোয় মুক্তি, আকাশে মুক্তি মুক্তি ঘাসে ঘাসে। ধুলায় মুক্তি, কুলায় মুক্তি, মুক্তি বাকা হাঁসে ।

সাহেদুর রহমান › বিস্তারিত পোস্টঃ

পাখির নাম হিরামন

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:০২

মুরগির সাথে কথা বলে সে দেখেছে, মুরগি কোন কথার উত্তরে কঅ কঅ করেও সাড়া দেয় না। তার মনে হয়েছিল, টিয়া পাখি বা ময়না পাখি মনে হয় কথা বুঝতে পারবে। সুতরাং, একদিন যখন হাতের নাগালে একটা টিয়া পাখিকে পাওয়া যায়, একা একা সে টিয়া পাখিকে নানা প্রশ্ন করে। টিয়া পাখি কিছু বুঝতে পারছে এমন আলামত দেখা যায় না। মুরগিটা অন্তত খেতে দিলে কঅ কঅ করত। তাতে মনে করে নেয়া যেত, শুধু খেতে দিলেই সে বলে, আমি খুশি, আমি খুশি। এর খাওয়া নিয়েও তেমন উৎসাহ নেই। তবে একদিন একটা অন্য টিয়া পাখি এই টিয়াটাকে মুক্ত করার চেষ্টা করছিল। খাচার টিয়াটা তখন ট্যাএএ ট্যাএএ করে ডানা ঝাপ্টাচ্ছিল। ঠিক কোথায় টান দিলে খাচা খুলে যায়, টিয়াটা সেটা বের করতে পারে নি। সেটা শুধু খাচার হুকটা বাকিয়ে ফেলেছিল। ধারনা করা যেতে পারে এদের মধ্যে ভালবাসা ছিল। একদিন স্কুল থেকে এসে দেখা যায় টিয়া পাখিটাকে মুক্তি দেওয়া হয়েছে। পাখিটা কি তার ভালবাসার পাখিকে খুজে পেয়েছিল? অনেক অনেক দিন পার হয়ে গিয়েছে। সেটা জানা যায় নি। এলিস ইন দা ওয়ান্ডারল্যন্ড এর মত করে তারা এসে বলে যায় নি, থ্যংকু। সেটাই ভাল। নইলে কবে কোন কাক হয়ত প্রশ্ন করে বসত, ভালবাসা মানে কি? আর শুধু টিয়ারাই কেন সেই ভালবাসার ভাগিদার? এরকম কোন প্রশ্ন কোন কাক তাকে করেনা ঠিকই তবে মাঝে মাঝে তার গায়ে পিচিক করে দেয়। কাক সমাজে ভালবাসা প্রকাশের এও হয়ত কোন রীতি।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১০:২৭

খেয়া ঘাট বলেছেন: ভালো লিখেছেন /

২| ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১২:২৫

সাহেদুর রহমান বলেছেন: ধন্যবাদ ভাই

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.