![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
প্রতিদিনই ভাবি কিছু লিখবো। মাথার মধ্যে কথার মালা গাঁথতে থাকি। কিন্তু লেখা আর হয় না। কিছুক্ষণ ভাবনার পর কোন একটা কারণে ভাবনার সুতোটা ছিড়ে যায়। তখন আর ভাবনাগুলোকে লেখায় নিতে ইচ্ছে করে না। আবার অনেক সময় মাথা গিজগিজ করে বিভিন্ন রকম লেখার ভাবনায়। তখন হয়তো বাসের রড ধরে ঝুলছি অথবা বাথরুমের জরুরি কাজ করছি। এরপর যখন ফুসরত মেলে তখন ভাবনাগুলোকে আর খুঁজে পাই না। মনে হয় তারা তখন ছিন্ন বিচ্ছিন্ন হয়ে অন্য কারো মাথায় বাসা ঢুকে গেছে।
এই এখনি ভাবনার সুতোটা প্রায় ছিড়ে যাচ্ছিল। রান্নঘরে ঘট-ঘট আওয়াজ করছে কাজের মেয়েটা আর উচ্চ ভলিউমে টিভিতে চলছে ক্রাইম পেট্রল। কী করবো?
মাথা নিচু করে ভাবলাম কিছুক্ষণ কী লেখা যায় তা নিয়ে। কোন কিনারা করতে পারলাম না।
খণ্ড খণ্ড সব ভাবনা। বাংলাদেশের মানুষের সহনশীলতা কী কমে যাচ্ছে? নাকি তারা অতিমাত্রায় স্বার্থপর? কেমন যেন একটা ইনট্রোভার্ট জাতিতে পরিণত হচ্ছি। অনেক বেশি বৈষয়িক। সবাই কেমন দ্রুত কোটিপতি হতে চায়।
কোথায় যাচ্ছি আমরা?
আবার ভাবনার ছেদ!! ফিল্টারের পানি পড়ে যাচ্ছে। এখন এই রাতে বসতে হবে ফিল্টার নিয়ে। নাহলে কালকে পানি খাওয়া বন্ধ।
টিভিতে গান হচ্ছে
এই রাত তোমার আমার..........
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৫৩
তরুক মকতো বলেছেন: ধন্যবাদ মহাজাগতিক পিঁপড়া আপনাকে। কষ্ট করে এবং সময় করে আমার এ লেখা পড়েছেন।
অনেকক্ষণ ধরেই অপেক্ষা করছিলাম যে কেউ একটা কিছু বলুক!!!
২| ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩
তরুক মকতো বলেছেন: আমার ছেলেটার জন্য আমার মায়া হয়। সবার সন্তানের জন্যই সবার মায়া হয়। কিন্তু আমার এ মায়াটা দুঃখবোধ থেকে। কোন সময়ই দিতে পারি না আমার ছেলেটাকে। কেমন লতার মত বড় হয়ে যাচ্ছে অনাদরে। অনাদরেই তো। দিনের ১২টা ঘন্টা কাটে কাজের মেয়ের সাথে। তার সাথেই ঝগড়া, তার সাথেই খেলা, তার হাতেই খাওয়া। অসম্ভব জেদী হয়ে উঠছে ছেলেটা।
৩| ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯
গৃহন্ডুলে বলেছেন: হুমম!
২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৭:১৪
তরুক মকতো বলেছেন: আপনার নামটা আমার পছন্দ হয়েছে।
গৃহণ্ডুলে বানানটা এরকম হলে ভাল হয়।
©somewhere in net ltd.
১|
০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৪৪
মহাজাগতিক পিঁপড়া বলেছেন: এই রাত তোমার আমার....
