![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মায়ার বাধনে জড়ানো এ পৃথিবী। পিতা-মাতার মায়া, বন্ধু-বান্ধবের মায়া, স্ত্রী-সন্তানের মায়া, অর্থের মায়া, সম্মানের মায়া, পদের মায়া আরো কত মায়া। মায়াময় এ ধরণী। এ মায়া কাটানো বড় কঠিন। তাই মানুষ মৃত্যুকে বড় ভয় পায়। এতসব মায়া ছেড়ে যেতে কার মন চায়! তাই প্রাণপণ চেষ্টা কী করে এ মায়াময় পৃথিবীতে আরো কটা দিন বেশি বাঁচা যায়। তাই মৃত্যু কখনোই কারো আকাঙ্ক্ষিত বস্তু নয়।
কিন্তু এ মৃত্যুই মানুষকে এ মায়ার জগত থেকে মুক্তি দেয়। প্রেম ভালোবাসা বিরহ শোক রাগ অভিমান কিছুই তখন আর তাকে স্পর্শ করতে পারে না।
©somewhere in net ltd.
১|
১০ ই ফেব্রুয়ারি, ২০১৯ সন্ধ্যা ৭:৩৬
তরুক মকতো বলেছেন: এখনও মায়া কাটেনি