নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এইত ছিলাম, ভালই ছিলাম
তোমার সাথে পান্তাভাতে
নরম আঙুল হাতের ছোঁয়া
শীতের বিকেল নিশাস ধোঁয়া
জড়িয়ে নিত আমার নিশাস ।
ঝগড়াঝাঁটি ক্ষান্ত হলে কান্নাকাটি
খুব আদুরে বিড়ালছানার মত
আমার বুকের মাঝে
আহ ! কত ওম ।
এইত ছিলাম ভালই ছিলাম
তোমার অমন নরম গালে
রোদের খেলা, হিংসে হত
আমি কেন রোদ না হয়ে
মানুষ হলাম ।
তোমার নরম চুলের মাঝে
আমার আঙুল,
গন্ধ লোভী পোকার মত
তোমার চুলের গন্ধ আমার
নিশাস পেত
ঘ্রানের স্নায়ু ধন্য হত ।
এইত ছিলাম ভালই ছিলাম
একলা বসে বৃষ্টি দেখে
সৃষ্টি করে তোমায় নতুন কল্পনাতে
যাচ্ছিল দিন ।
অলস অলস স্বপ্নগুলো
কত রঙিন পাখনা মেলে
আমায় কেমন ভাসিয়ে নিত
তোমায় খুব বানিয়ে দিত নির্ঝঞ্ঝাট ।
এইত ছিলাম ভালই ছিলাম ।
এখন আমার সময় হল
গুটিয়ে নিয়ে মুটিয়ে যাওয়া সময়টাকে
আলিঙ্গনে বাঁধতে এবার ।
এবার আমি বিত্ত পথে
চিত্তটাকে ঝালিয়ে নিতে
তোমার থেকে যাচ্ছি দূরে ।
যদিও খুব ভালই ছিলাম
দুজনাতে হাতের নাগাল
চোখের কাছে দৃষ্টিসীমায়,
ভালোবাসার আঁচল পেতে
ভালই ছিলাম
তবু আমায় হচ্ছে যেতে !
©somewhere in net ltd.