নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
জীবন যদি চরুইভাতি হত
তুমি আমি দুজন মিলে
ব্যাথাগুলো দূরে ঠেলে
হয়ে যেতাম প্রজাপতির মত ।
যদি এমন হয়
নয় কোন জল চোখের আঙিনায়
পায় স্বপ্ন উড়ু উড়ু
দুরু দুরু বুকে হেঁটে যাব অজানায় ।
যদি অজানাতে সাথে পাওয়া যেত
তোমায় ছুঁয়ে একনিমেষে
বেহিসেবি স্বপ্নদেশে
হয়ে যেতাম প্রজাপতির মত ।
জানি এমন নয়
তবু হয় যদি পাল তোমার আঁচল টানি
উঠুক উঠুক ঝর
ভয় কে করে হতাম নৌকা খানি
যদি হাওয়া এসে শেষে মাঝি হত
তোমায় নিয়ে খেলা ঘরে
বেহিসেবি বায়না করে
ভরে দিতাম নিতাম অবিরত ।
©somewhere in net ltd.