নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিচ্ছেদ শেষে দেখা হবে ভেবে
তোমারও কি ভয় হয়
আবার কেমন হবে নতুন সময় ।
সেকি প্রথমের সুখ
বুকে থাকে কথা
শুধু নিরবতা ছুঁয়ে দিয়ে যায়
প্রতীক্ষারত প্রান ।
প্রথামের ছোঁয়া আজও অমলিন
দিন দিন বেড়ে তার উজ্জ্বলতা
মিশে গেছে শরীরের প্রতি ভাজে ভাজে ।
তবু প্রতি বসন্তে ঝরা গাছ যেমন সাজে,
এবার বিচ্ছেদ শেষে তোমায় পেলে
যদি স্পর্শে খুলে ফেলি নতুনের দ্বার
কেমন হবে সে শতাব্দী আবার ।
এবার বিচ্ছেদ শেষে
নতুনে ধুয়ে দেবে সময়ের বুক
দুজন হাত ধরে পৃথিবী বেড়াব
কাঁটাতার বাধবেনা মিলনের সুখ ।
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৭
তরুন ইউসুফ বলেছেন: দুঃখজনক হলেও সত্যি আপানার মন্তব্যে বড়ই প্রীত হলাম
২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০৯
প্রামানিক বলেছেন: ভাল লাগল। ধন্যবাদ
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০৩
তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ । শুভকামনা রইল
৩| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪৭
অমিত রায়হান বলেছেন: অনেক ভালো লেগেছে। শুভকামনা
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০১
তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ । শুভকামনা রইল
৪| ২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৫৫
তরুন ইউসুফ বলেছেন: দুঃখজনক হলেও সত্যি আপানার মন্তব্যে বড়ই প্রীত হলাম
২৭ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১১:০০
তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ । শুভকামনা রইল
©somewhere in net ltd.
১| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:০১
এ কে এম রেজাউল করিম বলেছেন:
দুখজনক হলেও কবিতা খুব ভালো লাগিল আমার ।
(যারা এখনও বিবাহ করেন নাই সেই সমস্ত তরুন-তরুনীদের এ কবিতার ও কবির মনের ভাব বুঝার অনুরোধ রইল । বিবাহ একবার হইলে তা যেন চিরদিনের জন্য হয় ।)