![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এক নিমেষে চুপসে গেল
ফুলের মত মুখটি তোমার ।
বুকের ভেতর ঝাপটা বাতাস
চেষ্টা করেও পারলে না ঠিক
কণ্ঠটাকে আগের মত
মিষ্টি করে বলতে কথা।
কেঁপে গেলো কণ্ঠ তোমার
আমি যেমন চেয়েছিলাম,
বলতে পার এক পলকেই
জিতে গেলাম।
যতই তুমি মিষ্টি করে হাসতে পার
বুকের ভিতর মুচড়ে গিয়ে
হাসিটা ঠিক মিষ্টি গোছের না হয়ে
হয়ে গেলো একটুখানি অন্যরকম,
যেমন, মাঝে মাঝে মুখটা আমার
অন্য কোন পুরুষ তোমায় চাইলে ছুঁতে
ঘন কালো মেঘ জমে যায়,
দোষটা তোমার নয় জানি
তবু বুকটা ভার হয়ে যায় ।
যেমন করে তোমার বুকে কষ্ট জমে
আমার উপর একটুখানি পরলে ছায়া
অন্য কার
কণ্ঠ তোমার কেঁপে ওঠে ।
কেউ কাউকে বাসলে ভাল
এমনটা ঠিক হওয়ার কথা ।
তাইতো তোমার মুখটা অমন
চুপসে গেলো
কণ্ঠ তোমার কেঁপে গিয়ে
আমায় কেমন জিতিয়ে দিল ।
©somewhere in net ltd.