নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; \nরম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। \nছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট \nইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

তরুন ইউসুফ

ভিজলে বলিস ই্চ্ছেমত তোর শরীরে স্নান হবো

তরুন ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

ধ্রুব তারা তোমার জন্য

২১ শে মার্চ, ২০১৫ দুপুর ১:০৪

তোমার জন্য
জল এঁকেছে নদীর বুকে,
শান্ত বিলে শাপলা ফোঁটা
শৈশব আমার এক বিকেলে
বলল ডেকে
তোমার জন্য প্রেম এঁকেছে ।
তোমার জন্য বাল্য ক্রীড়ার
মগ্ন বিকেল যুবক এখন
লুকোচুরির সময় গুলো
এখন তোমার সখ্যতা চায়
যখন তখন ।
বেঁকে বসে
ইচ্ছে গুলি ইচ্ছেঘুরি
নাটাই বিহীন উড়বে বলে
মাঠ ছেড়েছে ।
কুড়িয়ে পাওয়া হাঁসের ডিমে
তোমায় জন্য নথ কিনেছে
শৈশব আমার
বলল হেঁসে
সেইত কবেই রঙের মেলার
মুড়কি মুড়ি পাপর ভাজা
বায়স্কোপের নেই প্রয়োজন
শুধু তোমার সখ্যতা চায়
যখন তখন ।
তোমার জন্য নিঝুম রাতের
কান্না পাওয়া একলা কিশোর
পুরুষ হবে বলেই তো সে
চোখ শুকিয়ে বুকের ভিতর
গড়ল নদী
তোমার জন্য কিশোর মুখে
কাঠিন্যতার এ প্রহসন
বুঝলে মেয়ে
শুধু তোমার সখ্যতা চায়
যখন তখন ।
তোমায় নিয়ে নির্ঘুম রাত
কাব্য করা সেই ছেলেটা
কাব্য ছেড়ে কবে থেকেই
তোমার নামে লিখছে চিঠি
একাগ্রতায়
মস্ত আকাশ তোমার নামে
সঁপে দিয়ে রাখবে না সে
অন্য তারা জ্যোৎস্না টুকুও
থাকবে শুধু তোমার আলো
যেমন করে ধ্রুব তারা
সুপ্রভাতের আলিঙ্গনে
বুঝলে মেয়ে
তোমার জন্য সেই ছেলেটার
সমস্তটা বিলীন এখন ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে মার্চ, ২০১৫ বিকাল ৪:৩০

কলমের কালি শেষ বলেছেন: কবিতায় ভাললাগা ।

২১ শে মার্চ, ২০১৫ রাত ১০:০২

তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.