নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; \nরম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। \nছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট \nইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

তরুন ইউসুফ

ভিজলে বলিস ই্চ্ছেমত তোর শরীরে স্নান হবো

তরুন ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

“মা ও মায়ের গল্প”

১০ ই মে, ২০১৫ সন্ধ্যা ৭:৩৪



একজন সন্তানের কাছে মা তার জন্মের ইতিহাস। শুধু জন্মই নয় শৈশব, কৈশোর এমনকি তার জীবনের ইতিহাস। আমার মাও আমার জন্মের ইতিহাস। আমার ভীষণভাবে সংগ্রাম করে বেড়ে ওঠার ইতিহাস। মা কে কতটা ভালোবাসি হিসেব করতে পারি না। সে সাহসও নেই। আমার মায়ের গল্প অন্যসময় শোনাব। তবে আজকের এই মা দিবসের শেষ বেলায় মা কে নিয়ে ছোট্ট একটা গল্প শুনাই সবাইকে। গল্পটা এমন-

“ একটা ছেলে তার প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিল। বিয়ের প্রস্তাব পাওয়ার পর ছেলেটির প্রেমিকা ছেলেটিকে বলল তুমি যদি তোমার মায়ের হৃৎপিণ্ড এনে দিতে পারো তবেই তোমাকে আমি বিয়ে করব। প্রেমিকার কথা শুনে ছেলেটি ছুটল তার মায়ের কাছে। মাকে গিয়ে সে বলল ‘মা তুমি যদি তোমার হৃৎপিণ্ডটা আমাকে দাও তবে আমার প্রেমিকা আমাকে বিয়ে করবে। না হলে সে আমাকে বিয়ে করবে না। মা ছেলের সুখের কথা ভেবে হৃৎপিণ্ডটা ছিরে দিলো। মায়ের হৃৎপিণ্ডটা নিয়ে ছেলেটি ছুটল তার প্রেমাকার কাছে। ছুটতে ছুটতে হঠাত কোন কিছুর সাথে হোঁচট খেয়ে ছেলেটি মাটিতে পরে গেল এবং হৃৎপিণ্ডটাও মাটিতে পরে গেল। ছেলিটি যখন মাটি থেকে উঠে হৃৎপিণ্ডটা হাতে নিল, তখন হৃৎপিণ্ডটা বলে উঠল ‘বাবা ব্যাথা পেয়েছিস!’

আমি জানি গল্পের মুলকথাটা সবাই বুঝে গেছেন। আসলে ময়েরা এমনি হয়। আজকের এই মা দিবসে পৃথিবীর সকল মা কে শুভেচ্ছা। আমারা সন্তানেরা তোমাদের ভাল রাখতে পারি না মা। এই ব্যারথতা মেনে নিয়েই বলছি ভাল থেকো, মা ভাল থেকো।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.