নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; \nরম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। \nছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট \nইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

তরুন ইউসুফ

ভিজলে বলিস ই্চ্ছেমত তোর শরীরে স্নান হবো

তরুন ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

কেমন সে ভালবাসা

১৫ ই মে, ২০১৫ সকাল ৮:০৮



একটু আগে ফেসবুক খুলে The Bangladesh Today এর একটি খবরে চোখ আটকে গেল। শরীয়তপুরে বিয়ের দাবিতে একটা মেয়ে প্রেমিকের বাড়ির সামনে অনশন করছে। কারণ প্রেমিক যুবকটি তাকে বাদ দিয়ে অন্য একটি মেয়ের সাথে বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছিল। আমার এখন মনে হচ্ছে ওই জায়গাটিতে যাই এবং প্রেমিক যুবকটিকে জিজ্ঞেস করি, “তুমি কি আসলেই মেয়েটিকে ভালবেসেছিলে, না সবটুকু অভিনয় করে নিজের লালসা মেটানোই উদ্দেশ্য ছিল। আর যদি শুধু লালসাই মেটানোই উদ্দেশ্য থাকে তাহলে মেয়েটির সাথে এরকম অভিনয় না করে কিছু টাকা পয়সা খরচ করে গনিকালয়ে যেতে। যদিও ওখানকার যোগ্যও তুমি নও। কারণ যারা গনিকা তাদেরও মানবিকতা বোধ আছে। কিন্তু তোমার নেই”। আর মেয়েটিকে গিয়ে বলতে ইচ্ছে করছে “বোকা মেয়ে তুমি এতটাই বোকা যে একজন প্রতারকের জন্য এত্ত ভালবাসা জমিয়ে রেখেছিলে। তার বদলে যাও বাড়িতে গিয়ে দরজা বন্ধ করে কিছুক্ষন কেঁদে চোখ মুছে নিজেকে শক্ত করো। আর এমন কাউকে খোজ যে তোমার বড় ভালবাসার বড় দাম দিবে”।
ছবিতে দেখলাম মেয়েটি অধোমুখে বসে আছে। অনশন করছে একটা জানয়ারের জন্য। মেয়েটির চারিদিকে উৎসুক মানুষের ভিড়। না জানি কতটা লজ্জা, গ্লানি কাজ করছে ওর ভিতর। তারপরও সে বসে আছে শুধু তার ভালবাসার জন্য। জানিনা সে সফল হবে কি না। আর সফল হবেই বা কি করে সে তো হেরেই গিয়েছে অনেক আগে। আমি এরকম অনেক ছেলেমেয়েকে দেখেছি, দেখছি যারা প্রায়শই এর শিকার হচ্ছে। যারা হেরে যাচ্ছে ভালোবেসে। অথচ ভালবাসা আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। তাই হেরে যাবে জেনেও অনেকে ভালবাসে এবং হেরে যায়।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.