নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; \nরম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। \nছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট \nইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

তরুন ইউসুফ

ভিজলে বলিস ই্চ্ছেমত তোর শরীরে স্নান হবো

তরুন ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

“২৪৪১১৩৯”

১৬ ই মে, ২০১৫ দুপুর ১২:৩৫



বেতন টা নাকি বেড়ে যাচ্ছে
বলটুর মা শুনছ
এখন আর কেউ আটকাতে পারবেন
সম্বন্ধটা এই বার তুমি পাকা করতে পারো
মাকে বল বিয়ে না করে পারছনা।
বেতন টা নাকি বেড়ে যাচ্ছে
বলটুর মা সত্যি
আর মাত্র দুইটা মাস ব্যাস
স্টারটিং এই বেসিক দ্বিগুণ হবে
জুলাই থেকে কনফার্ম
চুপ করে কেন তুমি কিছু বলছনা।
এটা কি ২৪৪১১৩৯
বল্টুর মা তুমি পারছ কি শুনতে
দশ বার বার নেটর্ক প্রবলেম
পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে।
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে ওকে একটি বার
টাকা যাচ্ছে খসে এই গ্রামীণ সিমে
জরুরী খুব জরুরী দরকার……….

স্বপ্ন এবার হয়ে যাবে ওগো সত্যি
এতদিন ধরে এত অপেক্ষা
রাস্তার কত সস্তা হোটেলে
নোংরা টেবিলে ডাল আর পুরিতে
এসব খেয়ে গ্যাসের সমস্যা ।
আর কিছুদিন তারপর বল্টুর মা মুক্তি
জব্বারের মোড় পচা হোটেল ঘর
জ্যাম আর জঞ্জালে ভরা এই ঢাকা শহরে
তোমার আমার লাল নীল সংসার।
এটা কি ২৪৪১১৩৯
বল্টুর মা তুমি পারছ কি শুনতে
দশ বার বার নেটর্ক প্রবলেম
পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে।
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে ওকে একটি বার
টাকা যাচ্ছে খসে এই গ্রামীণ সিমে
জরুরী খুব জরুরী দরকার……….

চুপ করে কেন একি বল্টুর মা হাসছ
বেতনটা বেড়ে যাচ্ছে সত্যি
ঝগড়াঝাটির কান্নাকাটির সময় গেছে পেরিয়ে
হ্যালো তুমি শুনতে পাচ্ছ কি।
এটা কি ২৪৪১১৩৯
বল্টুর মা তুমি পারছ কি শুনতে
দশ বার বার নেটর্ক প্রবলেম
পেরিয়ে তোমাকে পেয়েছি
দেবনা কিছুতেই আর হারাতে।
হ্যালো ২৪৪১১৩৯
দিন না ডেকে ওকে একটি বার
টাকা যাচ্ছে খসে এই গ্রামীণ সিমে
জরুরী খুব জরুরী দরকার……….
হ্যালো ২৪৪১১৩৯
এটা কি ২৪৪১১৩৯
দূর ছাই ২৪৪১১৩৯

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.