নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; \nরম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। \nছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট \nইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

তরুন ইউসুফ

ভিজলে বলিস ই্চ্ছেমত তোর শরীরে স্নান হবো

তরুন ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

“পাশ বালিশের উঠান”

২৫ শে মে, ২০১৫ সকাল ৮:১৯



রোজ সকালে বাজে বুকে
ব্যাথার বীণা
সুহাসিনী ইচ্ছে হয়
ঘুম ভেঙে পাশ ফিরতেই
পাশের বালিস, তোমায় পাব
এলোমেলো তোমার চুলে
হারিয়ে যাব।

সুহাসিনী
তোমার শরীর বকুল নাকি
এমন করে গন্ধ ছড়ায়
বুকের ভেতর ঝড় উঠে যায়
ইচ্ছে করে শুঁকবো তোমায়
তোমার ঘ্রানে মাতাল হব
ইচ্ছে করে রক্তে আমার
ঝড় উঠাব।

সুহাসিনী
বকুল নাকি রক্ত জবা
কোনটা তুমি
ঠোঁট রাঙিয়ে গোলাপ হলে
গোলাপ কাঁটা
জড়িয়ে নিলে বুকের ভিতর
কাঁটার আচর রক্ত ঝরাও।

সুহাসিনী
রোজ সকালের
শিউলি তুমি
ইচ্ছে করে রোজ সকালে
ঝরবে তুমি বিছান পাশে
পাশ বালিশের জায়গাটাতে
ইচ্ছে করে ঘুম ভেঙে
পাশ ফিরতেই তোমায় পাব
পাশ বালিশের উঠানটাতে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.