নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রোজ সকালে বাজে বুকে
ব্যাথার বীণা
সুহাসিনী ইচ্ছে হয়
ঘুম ভেঙে পাশ ফিরতেই
পাশের বালিস, তোমায় পাব
এলোমেলো তোমার চুলে
হারিয়ে যাব।
সুহাসিনী
তোমার শরীর বকুল নাকি
এমন করে গন্ধ ছড়ায়
বুকের ভেতর ঝড় উঠে যায়
ইচ্ছে করে শুঁকবো তোমায়
তোমার ঘ্রানে মাতাল হব
ইচ্ছে করে রক্তে আমার
ঝড় উঠাব।
সুহাসিনী
বকুল নাকি রক্ত জবা
কোনটা তুমি
ঠোঁট রাঙিয়ে গোলাপ হলে
গোলাপ কাঁটা
জড়িয়ে নিলে বুকের ভিতর
কাঁটার আচর রক্ত ঝরাও।
সুহাসিনী
রোজ সকালের
শিউলি তুমি
ইচ্ছে করে রোজ সকালে
ঝরবে তুমি বিছান পাশে
পাশ বালিশের জায়গাটাতে
ইচ্ছে করে ঘুম ভেঙে
পাশ ফিরতেই তোমায় পাব
পাশ বালিশের উঠানটাতে।
©somewhere in net ltd.