নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমার প্রণয় পাথর হলে
খুশি হবে সুহাসিনী!
তখন তোমার গোলাপ ঠোঁটে
জমলে আদর
কে নেবে তা প্রণয় দামে
কে হবে ঐ উপচে পরা
আদর ঠোঁটের প্রণয় পাখি
প্রণয় নাকি পাথর হলে
আর গলেনা
তখন তোমার স্রোতস্বিনীর
গোলাপ জলের
কে হবে তৃষ্ণা কাতর
চাতক পাখি।
নাকি আমি ডাকাত হব
নাকি আমি ডাকাত হয়ে
ছিনিয়ে নেব সমস্তটা
তুমি জানো আমি ভীরু
অমন স্বভাব নয় আমার।
ছিলাম শুধু প্রতীক্ষাতে
এখনও যেমন ঠায় দাঁড়িয়ে
অপেক্ষাতে
গোলাপ ঠোঁটের একটুখানি ছোঁয়া
কিংবা আদর পেতে।
©somewhere in net ltd.
১| ২৬ শে মে, ২০১৫ দুপুর ১২:০০
সাদা যাদুকর বলেছেন: ভালোই হয়েছে।