নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন প্রয়সই অনুভব করি তোমাকে
এই আসন্ন বর্ষায়
আকাশের দিকে তাকাই, টইটুম্বুর বৃষ্টির উঁকি
কদম ফুলের রেনু বাতাসে ঘুরছে ঘ্রাণ ছড়িয়ে
গাছে গাছে সবুজের পুষ্ট লক্ষন
আর ওদিকে আমার মধ্যে পরিপূর্ণ হয়ে উঠছ তুমি।
প্রতিদিন নদীর কাছে যাই
নীরবে চোখে ভরি নদীর স্ফীতি
জলের ভালবাসায় পরিপূর্ণ নদীর পুষ্ট বুক
ঋজু অঙ্গে গতির ছন্দ।
সন্ধ্যায় যখন ঘরে ফিরি
হৃদয়ে তখন ঢেউয়ের চাঞ্চল্য
নাকে কদম ফুলের ঘ্রাণ আসতেই
অনুভব করি তোমাকে
রক্তের গতিতে নয়, অস্তিতে।
আগে মিছেই তোমাকে খুজে
চোখের পাতায় নামত ক্লান্তির নিঃশ্বাস
এখন চোখ বুজলেই তোমাকে পাই
এটাই শ্রেষ্ঠ প্রাপ্তি এই আসন্ন বর্ষায়।
©somewhere in net ltd.
১| ১৬ ই জুন, ২০১৫ রাত ১২:৪৫
আরণ্যক রাখাল বলেছেন: ভালোই| তবে বানানের দিকে খেয়াল রাখবেন