নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এভাবে জীবন যাচ্ছে কোথায়
জীবনের ছলকলা
পেছনের সাথে সামনের যোগ
এই নিয়ে পথ চলা।
মাঝখানে কেবল দীর্ঘ সারি
হারানোর ইতিহাস
তাই নিয়ে চলে সময়ের সাথে
জীবনের বসবাস।
হিসেবে হিসেবে হয়না হিসেব
বেহিসেবি সংসার
জীবন ওখানে সংগ্রামী মুখ
হৃদয়ের হাহাকার,
শোণে না কেউ সেই ক্রন্দন
এত কান্নার ভিরে
তুমি আর আমি পাশাপাশি হাটি
নিষ্ঠুর সংসারে।
হাতে হাত রাখি হাতের কাফনে
ঢেকে যায় কত মুখ
বুক চেপে ধরে কবরে ঢুকাই
শত স্বপ্নের সুখ
আবার সেখানে জন্মে স্বপ্ন
আবার সেখানে আশা
আবার জীবন নতুন করে
জীবনে বানায় বাসা।
জীবনের বাসা ভালবাসাবাসি
বেসাতি সাজায় ভোর
জীবনের হাটে চলে বেচাকেনা
সন্ধ্যায় নামে চোর
চুরি হয়ে যায় কত চেনা মুখ
কত চেনা আবদার
জীবন নদীর খেয়া ঘাটে চলে
সময়ের পারাপার।
পার হয়ে যাই আমি আর তুমি
আমরা কিংবা কেউ
তার পাশ দিয়ে বয়ে যায় যাবে
অন্য জীবন ঢেউ।
এভাবে জীবন চলছে চলবে
এভাবে হয়ত শেষ
তার মাঝখানে আমি আর তুমি
সাময়িক চলি বেশ।
©somewhere in net ltd.