নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; \nরম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। \nছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট \nইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

তরুন ইউসুফ

ভিজলে বলিস ই্চ্ছেমত তোর শরীরে স্নান হবো

তরুন ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

এই বিকেলে, এই শহরে

২৫ শে আগস্ট, ২০১৫ রাত ৯:২৯



তুমিও চলে এসো
এই বিকেলে, এই শহরে
ব্যস্ত শহর, ত্রস্ত চলা
দেখব দুজন নির্লিপ্ত হয়ে।

এই শহরে এই বিকেলে, সূর্য ডুবে সূর্য খেলে
দেখব দুজন নিষ্পেষিত যুবকটাকে
যার প্রেয়সীর ক্ষয়িষ্ণু বুক
শুষ্ক পিচের রাস্তা যেন,
ভালোবাসা হোঁচট খেয়ে রক্তঝরা প্রণয়টা তার
খুড়িয়ে চলে। দেখব দুজন

এই শহরের শপিং মলে
হাজার রকম পন্য ভিরে
সেলস গার্ল এর মেকি হাসির ব্যাথিত সুখ
পাউডার আর রুজের তলায় হারিয়ে যাওয়া
মায়াবি মুখ, খুজব দুজন। বুঝতে গিয়ে দেখব শেষে
স্বপ্নটা তার হারিয়ে গেছে বাঁচার ভিরে।

এই শহরে বাঁচতে হবে
বাঁচতে হবে, বাঁচতে হবে
বাঁচতে গিয়ে জীবন ধারণ তেলাপকার
স্বপ্ন ছাড়া হয় কি বাঁচা!
তবু মানুষ বেঁচে আছে, বেঁচে থাকে এই শহরে
স্বপ্ন ছাড়া। তুমি আমি ট্রাফিক মোড়ে দাঁড়িয়ে যাব
দেখবে কেমন বাঁচার খেলায় লড়ছে মানুষ
মরছে মানুষ, গড়ছে জীবন পথের ধারে।

এই শহরে এই বিকেলে তুমি এলে
দেখব দুজন ফুচকাওয়ালা, ফেরিওলা
ফেরি করে বেচছে মেয়ে দেহের তুফান
কঠিন শহর কঠিন বাঁচা
বাঁচতে গিয়ে হারিয়ে যাওয়া সপ্ন মানুষ
দেখব দুজন। নির্লিপ্ত হয়ে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.