নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ আর রূপকথা নয়
চুপকথা হবে
যদি রাজি থাকো
তবে
মুখ নয়, বুকের পাজর থেকে
সুর খুঁটে নেবে অর্গান
মুখের কথারা সব চলে যাবে
নৈশব্দের দেশে
সমস্ত ভ্রুকুটি ফেলে দুই চোখ
নেবে ছুটি
শুধু জোড়া বুক দুটি
পাশাপাশি খুব চুপ মিশে যাবে
টিপ টিপ টিপ
হৃদয় অথবা রক্ত
রক্তেরও ভাষা আছে তার মত
কথা বলে।
আর যত কল্পবিলাস
দেয়াল ভেঙে চলে যাবে
নৃশংস স্তালিন
আজ আর মিথ্যা নয়
নয় কোন রূপকথা
চুপচাপ তুমি আর আমি
মিশে যাবে বুক
চুপকথা হবে
আমার পাঁজর থেকে তোমার পাঁজরে।
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪০
তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ। ভাল থাকবেন।
২| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ৮:৫৩
ইমু সাহেব বলেছেন: আজ চুপকথা হবে । ভালো লাগলো
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১
তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ ইমু সাহেব।
৩| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩৭
রাজীব নুর বলেছেন: বেশ।
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪১
তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ ভাল থাকবেন
৪| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৩
বিজন রয় বলেছেন: নৃশংস স্তালিন বলে কি বোঝাতে চেয়েছেন?
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৪
তরুন ইউসুফ বলেছেন: নৃশংস স্তালিন বলতে স্তালিন কে নৃশংস বুঝিয়েছি। যাকে এককালে আদর্শিক বিপ্লবী ভাবতাম তাকে আর ভাবি না। তাকে এখন খুনি হিসেবেই জানি এবং বিদায় জানিয়েছে শ্রদ্ধার জায়গা থেকে।
৫| ০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৫
বিজন রয় বলেছেন: অার লেলিন?
০২ রা জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৪৯
তরুন ইউসুফ বলেছেন: এখন পর্যন্ত আদর্শিক হিসেবে জানি। কেন দাদা?
৬| ০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:০৩
বিজন রয় বলেছেন: হা হা হা .....
০২ রা জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:১৯
তরুন ইউসুফ বলেছেন: হাসি তো কোন উত্তর নয়.।।।
©somewhere in net ltd.
১| ০২ রা জানুয়ারি, ২০১৮ ভোর ৫:৪০
কল্পদ্রুম বলেছেন: দ্রুতলয়ের কবিতা।ভালো লাগলো।