নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
No one killed আবু বকর
Just Like No one killed Jessica
বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে যখন পড়ি তখন বিভিন্ন অন্যায় দেখে খুব ক্ষোভ এবং অভিমান নিয়ে লিখছিলাম
হে শহীদেরা-
আমরা এখন আইনের শাণ দেয়া বর্শার ডগায়
নিজেদের গেঁথে চলছি অবিরত হারে।
আমাদের কেউ নেই
তোমাদের মত ফসল আর বাড়ে না এ গর্ভে
এ গর্ভ আজ জারজ সন্তানের উর্বর ক্ষেত
ক্রমাগত হারে বিইয়ে চলছে অবৈধ সন্তান ।
এখন আর সেই ক্ষোভ টা আর নেই তার বদলে নিজের ভেতরে একটা অসহায়ত্ব ভর করেছে এবং এই মুহূর্তে নচিকেতার গাওয়া জুলফিকার সিনেমার গানটি মনে পরছে
এক হাতে জখম ঢেকে
বলছি হেসে শুকরিয়া
অন্য হাতে রাখছি ধরে
যুদ্ধ জেতার হাতিয়ার
একটা হিসেব মেললো না তাই
রক্তে লেখা একটা নাম
হে খোদাকে পৌঁছে দেবে
কোন ঠিকানায় লিখব খাম ?
অসহায় মানুষের একমাত্র আশ্রয় সৃষ্টিকর্তা!
এই মুহূর্তে কলম দিয়ে শুধু এটুকুই বের হচ্ছেঃ
এভাবে আর চলছে না ঠিক
জীবন খাতায় দস্তখত
চাচ্ছি না এই নোংরা বাঁচা
ইস্তফা হোক কেয়ামাত
কিন্তু ইসরাফিল হয়ে শিঙ্গায় ফুঁ কে দেবে?
২৯ শে জানুয়ারি, ২০১৮ দুপুর ১২:৪৩
তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ।
©somewhere in net ltd.
১| ২৭ শে জানুয়ারি, ২০১৮ সকাল ১১:৩৮
রাজীব নুর বলেছেন: সুন্দর।