| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |

তোমার ওড়নায় প্রজাপতি পড়েছিল
তা দেখে তুমি চিৎকার করে
দুবাহু হাওয়ায় প্রসারিত করে বললে
দেখলে আমিও প্রজাপতি হয়ে গেছি,
সে আনন্দ খানিকটা ছড়িয়ে পড়ল
তোমার যুগল কোমলে
তোমার বুক এতটা হাসতে পারে জানতাম না!
তোমার আনন্দ আলোয় উদ্ভাসিত তখন নগর
আমরা ট্রাফিকের যে জাগটিতে দাঁড়িয়ে ছিলাম
তাকিয়ে দেখি তার সামনের রাস্তা দিয়ে গাড়ির বদলে অসংখ্য বৃক্ষ
বনানি হবে বলে রাজপথ দিয়ে ধেয়ে যাচ্ছে
আমি বুঝলাম এবার আমার শুঁয়োপোকার জীবন থেকে
মুক্ত হওয়ার সময় এসেছে।
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:১৬
তরুন ইউসুফ বলেছেন: না বুঝেই কেমনে বুঝলেন ভাল হয়েছে? যাই হোক চেষ্টা করে যান একদিন না একদিন অবশ্যই বুঝবেন।
২|
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ২:০০
তারেক_মাহমুদ বলেছেন: ভালই লাগলো পড়তে।
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৩:১০
তরুন ইউসুফ বলেছেন: অনেক ধন্যবাদ। শুভকামনা রইল।
৩|
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:০৮
রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা নাকি?
১২ ই মার্চ, ২০১৮ বিকাল ৪:২২
তরুন ইউসুফ বলেছেন: পরাবাস্তব
![]()
৪|
২৭ শে অক্টোবর, ২০২৫ দুপুর ২:২১
ণআণআ বলেছেন: With simple controls and fast-paced gameplay, https://sloperidergame.com/ is perfect for both casual players and adrenaline seekers.
©somewhere in net ltd.
১|
১২ ই মার্চ, ২০১৮ দুপুর ১:০৭
ব্লগ সার্চম্যান বলেছেন: কবিতা পড়ি ঠিকি তবে মাথায় ডুকে না। যাই হোক ভালো হয়েছে তবে ভালো হতে হবে ।