নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; \nরম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। \nছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট \nইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

তরুন ইউসুফ

ভিজলে বলিস ই্চ্ছেমত তোর শরীরে স্নান হবো

তরুন ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

মনখারাপের ভাইরাস

০৩ রা মে, ২০১৮ রাত ৯:৫১



কিছু কিছু দিন থাকে
বড় দুষ্ট দিন
তুমি মনখারাপের ভাইরাস হয়ে
যত্রতত্র ঘুরে বেড়াও
কবিতার টেবিল, বিছানায়
কিংবা জানালা কার্নিশে
তোমার স্পষ্ট উপস্থিতি টের পাই।
ভাতের থালায় ভাত নিতে গিয়ে
একবার দেখে নেই মুখের জমিন
বড় বিমর্ষ লাগে, ক্লান্ত লাগে
রুচিহীন মুখে আলগোছে ঠেলে দেই
ভাতের থালা
সারা বেলা শূন্য অনুভূতি
বড় কষ্ট হয়, কষ্ট হয় খুব।
ডুব দিয়ে দেখে নেই নিজের গহিন
তোমার উপস্থিতি টের পাই
বিষণ্ণ হয়ে যাই
ঠাণ্ডা জ্বরের মত ঝিমঝিমে অনুভূতি হয়
দিন কাটতে চায় না সময়ের প্রতারণায়।
কিছু দিন আসে
মেঘ মনকে ভেজাতে পারে না
তার বদলে স্যাঁতসেঁতে করে দেয়
কণ্ঠে কান্না আসে না
শুধু বাষ্পরুদ্ধ হয়
রোঁদ ওঠে যেন মৃত মাছের গায়ের রঙ নিয়ে
বড় অদ্ভুত বিষণ্ণ সে রোদ
তার মাঝে তুমি একাকী হাঁটো
মনখারাপ নিয়ে
আমি তোমার পাশে হাঁটতে পারি না
আমার মনখারাপ হয়ে যায়।
কিছু দিন আসে অসহ্য শূন্যতায়
তোমাকে বয়ে বেড়াই
অথচ তুমি নেই
তোমার গন্ধরাও বিলুপ্তপ্রায়
তবু তুমি মনখারাপের ভাইরাস হয়ে
ঘুরে বেড়াও
জীবনের আঙিনায়।
(কাব্যগ্রন্থঃ না গৃহী না সন্ন্যাসী)

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মে, ২০১৮ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: মোটামোটি।

০৫ ই মে, ২০১৮ রাত ৯:৫২

তরুন ইউসুফ বলেছেন: মোটামুটি লাগার জন্য ধন্যবাদ।

২| ০৬ ই মে, ২০১৮ রাত ৯:১৫

আবু আফিয়া বলেছেন: ভাল লেগেছে, ধন্যবাদ

০৭ ই মে, ২০১৮ রাত ৯:০৩

তরুন ইউসুফ বলেছেন: অসংখ্য ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.