নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কাজলে কালো আঁখি
সেজে এক মায়াবিনী
এ মনে পরায় শিকল
কি যে তা সম্মোহনী!
আঁখি তো আঁখি সে নয়
পাখির ও দুষ্টু ডানা
দুপাতা খোলা তবু
খানিকটা ঘোমটা টানা।
কথাতে পূর্ণ আঁখি
কি কথা? অবুঝ ভীষণ!
মুখরা সর্বনাশী
তবু যে যায় ছুয়ে মন।
আঁখির ও খামখেয়ালি
চকিতে চক্রবাকে
নিয়ে মন হেসেখেলে
ফেলে দেয় ঘূর্ণিপাকে।
তবু তো যায় না দেয়া
আড়ি ও আঁখির সনে
ক্ষণিকের ক্ষন বিরহে
নিয়ে যায় মায়ার বনে।
কাজলে কালো আঁখি
এমনি মায়ায় ঢাকা
আড়ালে থাকতে গিয়েও
আড়ালে হয় না থাকা।
১৪ ই মে, ২০১৮ রাত ১০:১২
তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ। ভালবাসা রইল
২| ১৪ ই মে, ২০১৮ রাত ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর।+
১৪ ই মে, ২০১৮ রাত ১০:১২
তরুন ইউসুফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
৩| ১৫ ই মে, ২০১৮ সকাল ১০:২৭
রাজীব নুর বলেছেন: চমৎকার।
২৫ শে জুন, ২০১৮ বিকাল ৩:৫৩
তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৪ ই মে, ২০১৮ রাত ৯:৫৮
ফজল বলেছেন: বাহ। দারুন।