নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; \nরম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। \nছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট \nইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

তরুন ইউসুফ

ভিজলে বলিস ই্চ্ছেমত তোর শরীরে স্নান হবো

তরুন ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

পাগলামিরা ফিরে পেলে আগের যৌবন

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫১


পাগলামিরা ফিরে পেলে আগের যৌবন
আমি আবার তোমার কাছে যাবো
আমি আবার তোমার ঘ্রানে মাতাল হয়ে
চাঁদের বুকে আগুন জ্বেলে দেব

রুদ্র খরায়ও তখন বৃষ্টিপাত
অমন করে কিশোরী সুখ জাগে
অমন করে ঠোঁটের বুকে ঠোঁট
চুমুর মাতাল প্রহর মধ্যভাগে-
আমি চোখ বুজেছি খুন করে সব আলো
তুমি হাত বাড়ালেই বুকের মধ্যে খই
তুমি মরচে ধরা জানালা সব খোলো
আমি তোমার সাথে আবার মাতাল হই।

আমার পাগলামিরা রাত কাবারি গান
বিষণ্ণ কোন একলা ইস্টিসনে
আমার পাগলামিরা চোখ ছলছল চাওয়া
স্মৃতির ব্যাগ হাতড়ে কেবল গোনে-
সংখ্যা আদর, অভিমান আর পাওয়া
চিঠির কোলের শব্দ আনমনে।

শিশির শব্দ শিউলি ফুলে ঝরে
শরৎ আসে গায় কাঁটা দেয় হিম
একটা চাদর জড়ায়ে আকাশ ঘরে
পাগলামিরা শরীরে রিমঝিম,
তখন কেবল সুখ অসুখের মত
প্রনয় তখন খুব আদুরে জ্বর
তখন আমরা হাওয়ায় উড়াই ক্ষত
বুকের মধ্যে অন্য কোন স্বর।

পাগল ছিলাম পাগলি ছিলে বটে
তখন কেবল পালিয়েই সুখ ছিলো
তখন আমরা আইন ভাঙ্গা পাখি
হঠাৎ সময় শিকল দিয়ে দিলো
এখন শুধু গোছানো সুখ পোষা
এখন শুধু নিপাট পরিপাটি
এই চেয়েছি সে সব তবে ভুল
এখন দুজন মৌন শুধু হাঁটি

তার বদলে পাগলামিরাই ফিরুক
পাগলি আমি তোমার কাছে যাবো
পাগলি তোমায় সাম্প্রতিক ছুঁয়ে
চাঁদের সুখে আগুন জ্বেলে দেবো।

মন্তব্য ১৫ টি রেটিং +১/-০

মন্তব্য (১৫) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৮:৫৮

বাকপ্রবাস বলেছেন: বেশ ভাল লেগেছে

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৮

তরুন ইউসুফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:০৭

তারেক ফাহিম বলেছেন: প্রথমবার রিডিং পড়ে গেছি।
পরের বার ভালো করে পড়ার চেষ্টা করেও পড়তে পারিনি। :(

সারাংশ দিলেতো ভালোই হত, সহজে মুলভাব বুঝতাম B-)

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:১০

তরুন ইউসুফ বলেছেন: চেষ্টা করতে থাকেন বুঝে যাবেন। আর না বুঝলে এত বোঝার কি দরকার

৩| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২০

তারেক ফাহিম বলেছেন: আর না বুঝলে এত বোঝার কি দরকার

ভালো লাগলো, দারুন, উপভোগ্য এসব বললে মনে হয় আমাকে আর প্রশ্নবোধক শুনতে হতো না :(

পাঠকের জন্য লেখা, বোঝাটা লেখকের জন্য X((

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৮

তরুন ইউসুফ বলেছেন: বিষয়টা তা না। আপনি নিজের কমেন্ট পড়ে নিজেকে প্রশ্ন করুন। "পরের বার ভালো করে পড়ার চেষ্টা করেও পড়তে পারিনি" বিষয়টা কেমন না?

৪| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:২১

নজসু বলেছেন: কবির প্রত্যাশা পূরণ হোক।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৫৯

তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ

৫| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ৯:৩৬

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আপনার প্রথম কবিতা পড়েই মুগ্ধ হলাম। দারুণ লিখেছেন।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০১

তরুন ইউসুফ বলেছেন: কবিতার পাঠক খরার মধ্যেও আপনাদের মত দুএকজন পাঠকের জন্যই কবি এবং কবিতা বেঁচে থাকবে। ভালোবাসা রইল।

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৪

তরুন ইউসুফ বলেছেন: আপনার পাতায় ঘুরে এলাম। আপনি তো দারুণ লেখেন!

৬| ২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০২

সনেট কবি বলেছেন: সুন্দর+

২২ শে সেপ্টেম্বর, ২০১৮ রাত ১০:০৫

তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ

৭| ২৩ শে সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৫৬

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

০৫ ই এপ্রিল, ২০২৩ সকাল ১১:০১

তরুন ইউসুফ বলেছেন: অনেক ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.