নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফিরতে চাইলে ফেরা যায়
তাও ফিরি না
আলসি লাগে
খানিকটা তো জন্মে গেছে দ্বিধাও
যতই তুমি মাথার কসম দাও।
ফিরতে চাইলে ফেরা যায়
তাও ফিরি না
ক্লান্তি জাগে
তোমায় লাগে ভীষণ রকম দূর
প্রণয় যখন বয়সী রোদ্দুর।
ফিরতে চাইলে ফেরা যায়
তাও ফিরি না
দুঃখ লাগে
না পাওয়ার দুঃখটুকু হারিয়ে যাবে দুখে
নতুন দুখের জায়গা নেই বুকে।
ফিরতে চাইলে ফেরা যায়
ফিরতে বলো?
ফিরবো না
না ফেরাতেও সুখ আছে
তাই ফিরি না।
৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৬
তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ জনাব। ভালো থাকবেন
২| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:১৮
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
০১ লা জানুয়ারি, ২০১৯ বিকাল ৩:৩৭
তরুন ইউসুফ বলেছেন: অনেক অনেক ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ৩১ শে ডিসেম্বর, ২০১৮ দুপুর ১২:৫৪
স্বপ্নবাজ সৌরভ বলেছেন: ফিরবেন না। লিখতে থাকুন। ফিরলে এমন লেখা পাব না।ভালো থাকবেন।