নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১. ব্যথার উৎসব
তোমার জন্য চোখ ব্যথা করে
তোমার জন্য বুক
তোমার জন্য সুখ ব্যথা করে
আর যত ভুলচুক
তোমার জন্য দুঃখগুলোও
দারুণ ব্যথায় নীল
তোমার জন্য উড়িয়ে দিলাম
একশ ব্যথার চিল
তোমার জন্য ঘুম ব্যথা করে
তোমার জন্য খোয়াব
তোমার জন্য ব্যথার এমন
বর্ণিল উৎসব
২. ঝগড়া
একটা বাতি নিভে গেল
আরেক বাতি নিভল বলে
শেষ বাতিটা নিভে গেলে
আমরা দুজন শোবার ঘরে
খাটের উপর দুইটা তারা
পাশাপাশি অনেক দূরে
৩. তাইতো তোমায় আঁকাই না
আমি আনাড়ি
আঁকিবুকি করি খাতা
আমি আঁকিবুকি
মনের খাতায়
তোমার চোখের পাতা।
চোখ আঁকতে
খাতা ভরে যায়
বুক ভরে যায়
চোখ ভরে যায়
ভারাক্রান্ত দিন,
ভারাক্রান্ত বিকেল আর
ভারাক্রান্ত রাত,
শেষ হয়ে যায় খাতা
তবুও আঁকা শেষ হয় না
তোমার চোখের পাতা।
তাইতো তোমায় আঁকাই না বা
তোমার চোখে তাকাই না।
৪. মেঘবালিকার কাছে প্রার্থনা
এই বরষায় আনমনে একলা যখন
মেঘবালিকা মন যদি তোর
বিষণ্ণতার মেঘ ছেয়ে যায়,
তখন ,হঠাৎ যদি বুকের ভেতর
জেগে ওঠে আদিবাসী রবীন্দ্রনাথ
তখন তোর শরীর যদি
বৃষ্টি দেখে স্পর্শ চায়,
আমায় ডাকিস
সুর হয়ে তোর কণ্ঠে তখন গান হবো
ভিজলে বলিস ইচ্ছেমত
তোর শরীরের স্নান হবো।
৫. জ্যৈষ্ঠের কবিতা
তুমি হাসবে বলে
বৃষ্টি এলো
তপ্ত দুপুর স্পর্শ পেল
ঠাণ্ডা হাওয়ার
তুমি আসবে বলে
জ্যৈষ্ঠ এমন
মধুর মত অঙ্গ পেল
কাছে পাওয়ার
তবু দূরেই তুমি লুকোচুরির
কেমন যেন!
মধুর জ্যৈষ্ঠ তপ্ত খরায়
এমন কেন?
৬.
আচ্ছা তোকে
আচ্ছা তোকে
আদর মেখে
বলি যদি
বুকের পটে
একটা ছবি
আঁক,
আঁকবি কি তুই
স্বপ্ন টুকু
যার বদলে
রাখব বাজি
কাব্য আমার
ভাবব শুধু
স্বপ্ন টাকে
ছুঁই ।
*
আচ্ছা ধর
এক বিকেলে
হাঁটছি আমি
একলা ভীষণ
হঠাত করে
ইচ্ছে হল
ঠোঁটের পাশে
তিলটাকে তোর
একটু ছুঁয়ে
হারিয়ে যাব
তেপান্তরে,
যদিও তুই
অনেক দূরে
হয়ত তখন
আপন মনে
মিষ্টি কোন
স্মৃতি ভেবে
নরম ঠোঁটে
একটু হাসি,
হঠাত করে
মৃদু বাতাস
নাড়িয়ে দিলে
বুঝবি কি তুই
ভীষণ ভাবে
চাচ্ছি তোকে
বুকের কাছে
চোখের কাছে,
তখন কি তুই
বাড়িয়ে দিবি
হাত দুটি তোর
ছিনিয়ে নিয়ে
শূন্যতাটা
ভরিয়ে দিবি
বিকেল আমার
পূর্ণতা আর
একচ্ছত্র
তোকে পাওয়ার ।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৪
তরুন ইউসুফ বলেছেন: অনেক ধন্যবাদ। শুভেচ্ছে জানবেন
২| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩২
রাজীব নুর বলেছেন: আমার কাছে ভালো লাগে নি। স্যরি।
১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১০:৩৬
তরুন ইউসুফ বলেছেন: সত্য কথনের জন্য ধন্যবাদ। ভাল নাই লাগতে পারে। স্যরি বলার কিছু নেই। ভাল থাকবেন। বসন্তের শুভেচ্ছা
৩| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:৩৩
তরুন ইউসুফ বলেছেন: অনেক ধন্যবাদ
৪| ১৪ ই ফেব্রুয়ারি, ২০২০ সকাল ১১:১৮
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সত্য কথনের জন্য ধন্যবাদ। ভাল নাই লাগতে পারে। স্যরি বলার কিছু নেই। ভাল থাকবেন। বসন্তের শুভেচ্ছা
আপনাকে আন্তরিক ধন্যবাদ। ভালোবাসা নিরন্তর।
১৬ ই ফেব্রুয়ারি, ২০২০ দুপুর ১২:১৪
তরুন ইউসুফ বলেছেন: ধন্যবাদ
©somewhere in net ltd.
১| ১৩ ই ফেব্রুয়ারি, ২০২০ রাত ১১:২৭
নেওয়াজ আলি বলেছেন: সুপাঠ্য লেখা।