নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি তোমার জন্য ভাঙি
তুমি আমার জন্য ভাঙো
আমরা ক্ষয় হই
ক্ষয় হতে হতে চলি
শুষ্কতাকে বরণ করে
ভিজিয়ে দেই দুপাশের শষ্য ক্ষেত
আদিগন্ত জীবন!
জন্মের ঋণে সবাই তো ঋণী
তবু তার দায় নেয় কয়জন?
তুমি ও আমি
জীবনের দায় নিয়ে
জড়িয়ে চলি সমান্তরাল
আমাদের স্বাপ্নিক ক্ষয় থেকে
বিচ্ছুরিত আলো নিয়ে
পথ চিনে নেয় কতজন!
নদী হলে পথ ভুল হয় না
আলো বা আঁধার হোক
বুক পেতে থাকে সমুদ্র
জুথি, তুমি একটি নদীর নাম
আমি একটি নদীর নাম
আমাদের সামনে সমুদ্র
চলো আমাদের মুক্তি এভাবেই
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৪
তরুন ইউসুফ বলেছেন: জানতাম না
২| ২৯ শে জানুয়ারি, ২০২১ সকাল ১০:০৭
খায়রুল আহসান বলেছেন: সমুদ্রের হাতছানিতে নদী এগিয়ে চলে।
০৮ ই ফেব্রুয়ারি, ২০২১ দুপুর ১২:৪৪
তরুন ইউসুফ বলেছেন: ভালো বলেছেন।
৩| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩১
তরুন ইউসুফ বলেছেন: ❤️❤️
৪| ০১ লা ফেব্রুয়ারি, ২০২১ রাত ১০:৩২
তরুন ইউসুফ বলেছেন: ❤️❤️
©somewhere in net ltd.
১| ২৯ শে জানুয়ারি, ২০২১ রাত ১২:৩৮
রাজীব নুর বলেছেন: জুথি একটি রাতের আকাশের তারার নাম।