নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
রহস্যে ঘেরা রেইনফরেস্ট
আমার রচিত “রহস্যেঘেরা রেইনফরেস্ট” নামের বইটি প্রকাশিত হয়েছে।
বইয়ের বিষয়-রেইনফরেস্ট অর্থাৎ আমাজনের জীববৈচিত্র, প্রাণ, এবং প্রকৃতি। বইটি বাচ্চাদের উপযোগী করে রচিত। রেইনফরেস্টের বিভিন্ন প্রাণী এবং গাছপালা, এদের পরিবেশ এবং প্রকৃতিগত আচরন, শিকার ইত্যাদি বিষয় বইটিতে উঠে এসেছে।
আমার বিশ্বাস বইটি বাচ্চাদের ভালো লাগবে এবং প্রাণ ও প্রকৃতির প্রতি ছোটদের আকৃষ্ট করবে যা খুবই জরুরী। কারন পৃথিবীর মানুষ এখন ভয়ানকভাবে প্রকৃতি বিরুদ্ধ কাজে লিপ্ত । তাছাড়া আজকাল আমাদের বাচ্চাদের জীবন সেলফোন এবং ভার্চুয়াল জগতে আটকে গেছে। সেখান থেকে তাদের ফেরানো দরকার আর ফেরাতে হলে দুটি জিনিস বাচ্চাদেরকে ফিরিয়ে দেয়া জরুরী তার একটি বই আরেকটি খেলার মাঠ। যেহেতু আমি খানিকটা লেখার চেষ্টা করি সেই দায়বদ্ধতা থেকেই বইটি রচনা করেছি।
০১ লা মার্চ, ২০২১ বিকাল ৩:১৬
তরুন ইউসুফ বলেছেন: অনেক ধন্যবাদ
২| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ১১:৩৭
রাজীব নুর বলেছেন: আপনি কি কখনও আমাজান গিয়েছেন?
০১ লা মার্চ, ২০২১ বিকাল ৩:১৬
তরুন ইউসুফ বলেছেন: জ্বী গিয়েছি। আপনি যেতে চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন।
©somewhere in net ltd.
১| ২৮ শে ফেব্রুয়ারি, ২০২১ রাত ৮:৫৬
মেহেদি_হাসান. বলেছেন: আপনাকে অভিনন্দন।
বইটির বিষয়টি ভালো লেগেছে।