নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; \nরম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। \nছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট \nইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

তরুন ইউসুফ

ভিজলে বলিস ই্চ্ছেমত তোর শরীরে স্নান হবো

তরুন ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

এ কান্না আমার না

১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১০:৪৯

এ কান্না আমার না
নন্দ রানীর একার
আমার শুধু সাধ্য আছে
ফ্যালফেলিয়ে দেখার

আমিও এক সংখ্যালঘু
কাব্য লেখি বেকার
এই সময়ে আমি ছাড়া
পাইনা খুঁজে কে কার!

মুখটা আমার বন্ধ আছে
কানটাও ধরি চেপে
নন্দ রানীর কান্না তবু
আকাশ বাতাস কেঁপে-

পৌঁছে যাচ্ছে বুকের মাঝে
কান্না শুনতে পাই
নন্দ রানী, ঘর থাকলেও
আমারও নেই ঠাঁই

এই দেশে তুমিও যেমন
আমিও তো তাই
আমার শুধু ঘরটাই আছে
আর কিছু তো নাই

ঘরটা আছে ঘরটা পুড়ুক
হব সর্ব হারা
ঘর হারিয়ে, নন্দ রানী
যাবো তোমার পাড়া

যাবে তুমি দেশান্তরে
আমিও যাবো সাথে
নন্দ রানী-আঁধার হচ্ছে
দিন যাচ্ছে রাতে

কোথাও নেই একটু আলো
নন্দ রানী- যাই
নন্দ রানী তোমার কাছে
শুধু ক্ষমা চাই

নন্দ রানী, কাঁদছ একি
কান্না তোমার একার!
আমার কেবল সাধ্য আছে
ফ্যালফ্যালিয়ে দেখার

ফ্যালফেলিয়ে দেখি আর
কাব্য করি বেকার
আমিও এক সংখ্যালঘু
তোমার মতই একার!

মন্তব্য ৮ টি রেটিং +০/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫২

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২০

তরুন ইউসুফ বলেছেন: অনেক ধন্যবাদ

২| ১৯ শে অক্টোবর, ২০২১ সকাল ১১:৫২

শেরজা তপন বলেছেন: কবিতা ভাল লেগেছে!

*৬ বছর ৯ মাসে
পোস্ট করেছি: ৮৩টি
মন্তব্য করেছি: ২০৬টি
মন্তব্য পেয়েছি: ৩৩০টি
~ আরেকটু কি এক্টিভ হওয়া যায় না?

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২২

তরুন ইউসুফ বলেছেন: অবশ্যই একটিভ হওয়া যায়। তবে চাকরি, সংসার, সংগঠন, লেখালেখি সবকিছুতে সময় ভাগ হয়ে যায়। তাই ব্লগের ভাগে একটু কম সময় ।

৩| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:২৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: নিজে লিখবেন সময় করে অন্যদের পোস্টও পড়বেন। সামু ব্লগ তাতেই হবে প্রাণবন্ত

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩০

তরুন ইউসুফ বলেছেন: জ্বি অবশ্যই। আসলেই আমি একটু কম সময় দেই এখানে। নিশ্চয়ই এখন থেকে আপনাদের লেখা পড়ব। ভালো থাকবেন।

৪| ১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৩৮

মরুর ধুলি বলেছেন: বেকার সব বেকার।
সব কাজে খুজতে গেলে আকার
সময়টাই নষ্ট হবে
অর্থ হবে বেকার।

১৯ শে অক্টোবর, ২০২১ দুপুর ১২:৪০

তরুন ইউসুফ বলেছেন: :) :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.