নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কাব্যগ্রন্থ : ট্রাফিক সিগন্যালে প্রজাপতি, না গৃহী না সন্ন্যাসী; \nরম্যগল্পগ্রন্থ : কান্না হাসি রম্য রাশি। \nছোটদের বই : রহস্যে ঘেরা রেইনফরেস্ট \nইতিহাস গ্রন্থ: শেরে বাংলা ও যুক্তফ্রন্ট নির্বাচন কিছু দুষ্প্রাপ্য দলিল

তরুন ইউসুফ

ভিজলে বলিস ই্চ্ছেমত তোর শরীরে স্নান হবো

তরুন ইউসুফ › বিস্তারিত পোস্টঃ

আপনি কি জানেন? পুরুষের জন্মনিয়ন্ত্রণ সামগ্রী কনডমের দাম বেড়েছে ভয়াবহ রকম!

০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১:১০



লিখব কি লিখব না এই দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে লিখেই ফেললাম। ঔষধের দোকানে দাড়িয়ে প্রয়োজনীয় একটা ওষুধ কিনছিলাম। পাশ থেকে একজন প্যান্থার কমডম চাইলেন ২ প্যাকেট। দোকানি ২ প্যাকেট দেয়ার পর দাম চাইলেন ৫০ টাকা। লোকটা প্রতিবাদ করে বলল দু প্যাকেট তো ৩০ টাকা, কয়েকদিন আগেই কিনলাম। আমিও বললাম হ্যাঁ তাই তো। আমি নিজেও এর আগে ১৫ টাকা প্যাকেট নিয়েছি। দোকানি প্যাকেটের গায়ে মুদ্রিত মূল্য দেখাল সেখানে ২৫ টাকাই লেখা। অর্থাৎ দু প্যাকেট ৫০। আমি একটু দেরি করলাম। সবাই চলে গেলে জিজ্ঞেস করলাম সব ব্রান্ডেরই কি দাম বেড়েছে।
দোকানি বলল হ্যাঁ ভাই। যেটা ১৫ ছিল সেটা ২৫, ২৫ এর টা ৪০ আর ৪০ এর টা ৫০!
হিসেব করে দেখলাম এখানে মূল্যস্ফীতির হার ৬০-৬৬%!
শুধু তাই নয় প্রোডাক্ট সাপ্লাই নাকি কম। ওই যে ইউক্রেন যুদ্ধ! ডলার সংকট।

এতদিন আমাদের জীবনের তেল, নুন, তরকারি টাইপের বিভিন্ন চাহিদাকে কাটছাঁট করতে হয়েছে। এখন যৌনজীবনকেও কাটছাঁট করতে হবে। অর্থাৎ গান্ধীজির মত কৌমার্য ধারন করতে হবে।
এর কিন্তু খুব সূদুর প্রসারি খারাপ প্রভাব আমাদের জীবনে ফেলতে পারে। এখন সাধারণত সবাই সন্তান নেয়ার বিষয়ে সচেতন অর্থাৎ দুটো সন্তানের বেশি নিতে চান না। তারা বিশেষ করে নিম্ন মধ্যবিত্ত এই খরচ কমাতে গিয়ে তাদের যৌনজীবনকে কম্প্রোমাইজ করবেন। অনেকেই পিল ব্যাবহার করার কথা বলবেন। সেটা অনেক ক্ষেত্র নারী স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সেক্ষেত্রে পারিবারিক এবং সামাজিক অশান্তি ও অস্থিরতা দেখা দেবে। বাড়িয়ে দিতে পারে নারীদের প্রতি যৌন সহিংসতা। আর যারা কম্প্রোমাইজ করবেন না তারা জনসংখ্যা বাড়িয়ে চলবেন।

মন্তব্য ৩১ টি রেটিং +০/-০

মন্তব্য (৩১) মন্তব্য লিখুন

১| ০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ১:৩৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: সুদূরপ্রসারী জীবন হিসাব করতে গেলে কনডমের দাম কয়েক শত গুন বাড়ানো উচিৎ। একটা/দুইটা সন্তান নেওয়া ভালো, বেশী নেওয়া ভালো না, এটা শুধুমাত্র নির্বোধদের চিন্তাধারা।

০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ২:১৯

তরুন ইউসুফ বলেছেন: আপনাদের সমস্যা এটাই, যে চিন্তা আপনার মত না সেটাকে নির্বোধের চিন্তা হিসেবে গন্য করা। আপনি যৌক্তিকভাবে যেকোন চিন্তাকে ভুল প্রমাণ করতেই পারেন তার একটা প্রক্রিয়া আছে। কিন্তু সেটা না করে নির্বোধের মত মোটা দাগে একটা কথা বলে দিলেন।

২| ০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ২:০৪

রানার ব্লগ বলেছেন: বিদেশী এক্সট্রা ডটেড কিনলে দামি তো হবেই দেশি কনডম ফ্রী পাওয়া যায় !

০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ২:২০

তরুন ইউসুফ বলেছেন: ভাই প্যানথার দেশি কনডম। আর আপনি ফ্রি চাইতে যাইয়েন দেখেন দেয় কি না।

৩| ০৫ ই মার্চ, ২০২৩ দুপুর ২:৪১

সাখাওয়াত হোসেন বাবন বলেছেন: @ রানা ভাই কোথায় ফ্রি পাওয়া যায় একটু জানাবেন প্লিজ । ভোরে গিয়ে লাইনে দাড়াবো ।

০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৫

তরুন ইউসুফ বলেছেন: হ ভাই ফ্রি পাওয়া গেলে আমিও লাইনে দাড়ামু

৪| ০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:০৬

রেজাউল৬৫ বলেছেন: যাদের দিনে দুই প্যাকেট লাগে তাদের জন্য সমস্যাই। সাধারণ জনগণ যাদের এক প্যাকেট হলে সপ্তাহ চলে যায় তাদের তেমন বেশি সমস্যা হওয়ার কথা না

০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৭

তরুন ইউসুফ বলেছেন: যারা অতি সাধারণ এই ধরেন দিনমজুর টাইপের তাদের সমস্যা হবে এবং তারা নিরুৎসাহিত হবে কনডমের ব্যবহারের ক্ষেত্রে

৫| ০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:০৬

ভুয়া মফিজ বলেছেন: @রানার ব্লগঃ ফ্রী কনডম দেনেওয়ালাদের ঠিকানা দেন। বাংলাদেশ থিকা আইনা ইংল্যান্ডে বেচুম। এইখানে কনডমের ম্যালা দাম। পাউন্ডে কিনন লাগে!!! :P

০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৭

তরুন ইউসুফ বলেছেন: সাইড বিজনেস হিসেবে এটা খারাপ না

৬| ০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:২০

ফুয়াদের বাপ বলেছেন:
চলতি সপ্তাহের অফার চলতেছে সৌদি আর "গ্রান্ড মার্ট হাইপারসপে"। জানা মতে এটাই সবচাইতে কম দামী প্রডাক্ট এখানে। ১২ পিছের প্যাকেট ১৫ রিয়াল (৪২০ টাকা)।

০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৪৭

তরুন ইউসুফ বলেছেন: সেই অফার

৭| ০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৩:৫৭

শিশির খান ১৪ বলেছেন: হায় হায় এটা কি কইলেন অনেক দাম এতো দাম হইলে তো গ্রামের মানুষ কনডম কিনা বন্ধ কইরা দিবে। টি সি বি র ট্রাকে বলে মাংস বেচবে এখন তে হইল মাংসের সাথে কনডম ও যোগ করতে হইবো।অফিস থেকে বাসায় যাওয়ার সময় লাইনে দাড়ায়া আলু পেঁয়াজ তেল মাংস কনডম সব এক সাথে কিনা ঘরে যাইতে হইবো।

০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৪৬

তরুন ইউসুফ বলেছেন: অবস্থা সেরকমই দাঁড়াইছে

৮| ০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:২৮

ঋণাত্মক শূণ্য বলেছেন: লেখক বলেছেন: আপনাদের সমস্যা এটাই, যে চিন্তা আপনার মত না সেটাকে নির্বোধের চিন্তা হিসেবে গন্য করা। আপনি যৌক্তিকভাবে যেকোন চিন্তাকে ভুল প্রমাণ করতেই পারেন তার একটা প্রক্রিয়া আছে। কিন্তু সেটা না করে নির্বোধের মত মোটা দাগে একটা কথা বলে দিলেন। - তো ভায়া আপনি কি করলেন? ;) নিজে করলে সমস্যা না, অন্যে করলেই সমস্যা। আমি ১০টা দেশের উদাহরণ দেখতে চাই যাদের কর্মশক্তি (জনগন) বেশী থাকার কারণে ধ্বংস হয়েছে বা হবার পথে। বরং এমন দেশ বহু আছে যারা বাচ্চা-কাচ্চা কম ফুটানোর কারণে বিপদের মুখে। পোপ তো কয়েকদিন পর পর ইতালির লোকজনকে বাচ্চা-কাচ্চা বেশী করে নিতে বলে। এই লেখাটা একটু পড়বেনঃ মাত্রাতিরিক্ত জনসংখ্যা? সুখবর হচ্ছে, জনসংখ্যা কমছে!

০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৪২

তরুন ইউসুফ বলেছেন: মোটা দাগে এসব বলার কোন মানে নেই। শুধু অর্থনৈতিক না ভূপ্রাকৃতিক এবং আরও অন্যান্য বিষয় যদি বিবেচনা করেন তাহলে বাংলাদেশে জন্মনিয়ন্ত্রণ এখনো প্রাসঙ্গিক এবং এটা আরও বেশকিছুদিন তা চলমান রাখতে হবে।

৯| ০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৩০

ঋণাত্মক শূণ্য বলেছেন: ফুয়াদের বাপ বলেছেন: চলতি সপ্তাহের অফার চলতেছে সৌদি আর "গ্রান্ড মার্ট হাইপারসপে"। জানা মতে এটাই সবচাইতে কম দামী প্রডাক্ট এখানে। ১২ পিছের প্যাকেট ১৫ রিয়াল (৪২০ টাকা)। - এইসব দোকান-পোকানে না গিয়ে অনলাইন ঘাটেন। কমে পাইবেন ;)

১০| ০৫ ই মার্চ, ২০২৩ বিকাল ৫:৪৪

চোরাবালি- বলেছেন: রানার ব্লগ @ ফ্রি যেটা দেয় সেটা অনেকের সুট করে না এলার্জি ওঠে। মেয়েদের চুলকানি ব্যারাম হয়।
লেখক- দেশে সব জিনিসেরই দাম বৃদ্ধি। উন্নয়ন হলে দাম বাড়বে এটাই স্বাভাবিক। উন্নয়ন হলে বেতন বাড়বে, বেতন বাড়লে প্রডাক্ট প্রাইজ বাড়বে।

০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৪৫

তরুন ইউসুফ বলেছেন: জ্বি ভাই ফ্রি জিনিস ইউজ করলে বিচিতে চুলকানি হইতে পারে। আর আমাদের দেশে বেতন বাড়ছে ঠিক কিন্তু পারচেজিং পাওয়ার প্যারিটি অর্থাৎ যাকে সাদা বাংলায় বলে ক্রয়ক্ষমতা সেটা কমেছে ফলে বেতন বেড়ে লাভ হয় নাই।

১১| ০৫ ই মার্চ, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

মরুভূমির জলদস্যু বলেছেন:
- এই সেরেছে!!!

০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৪৭

তরুন ইউসুফ বলেছেন: জলদস্যুরাও বিপদে!

১২| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ৯:১৭

সাড়ে চুয়াত্তর বলেছেন: চাহিদা বৃদ্ধির কারণেও অনেক সময় দাম বেড়ে যায়। কনডম বেলুন হিসাবেও ব্যবহৃত হয়। তাই বেলুনের সরবরাহ কমে গেলে কনডমের দাম বেড়ে যেতে পারে।

০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৪৮

তরুন ইউসুফ বলেছেন: ভাই বেলুন আর কনডমে তো তফাৎ আছে। দুইটা দুই জিনিস ভাই।

১৩| ০৫ ই মার্চ, ২০২৩ রাত ১১:০৯

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: খুবই চিন্তার বিষয়। ক্যালকুটের নিয়া বসতে হবে হিসাব কষার জন্য।




টাকাপয়সার হিসাব আর কী :)

০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৪৮

তরুন ইউসুফ বলেছেন: বড়ই চিন্তার বিষয়

১৪| ০৬ ই মার্চ, ২০২৩ সকাল ৯:০৬

বিটপি বলেছেন: জনসংখ্যা সমস্যা যে বাংলাদেশের সবথেকে বড় সমস্যা, তা এই রকম কিছু আবাল ছাড়া আর সবাই বেশ ভালো করেই বোঝে। সরকারেরও বোঝা উচিৎ, তাই ডিজেলের ভর্তুকি না দিয়ে এই খাতে ভর্তুকি দেয়া উচিৎ। দুটির বেশি সন্তান নিতে বাড়তি প্রতিটি সন্তানের জন্য অন্তত ১০ লাখ টাকা জরিমানা, যা প্রতি জন্মদিনে কিস্তিতে আদায় হবে - এরকম আইন করা উচিৎ।

০৬ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৪৯

তরুন ইউসুফ বলেছেন: আইন তো করতেই হবে তবে আইনের চেয়ে সচেতনতামূলক কর্মসূচী জরুরী। আগে এ বিষয়ে প্রচারণা ছিল এখন এসব একেবারেই চোখে পড়ে না

১৫| ০৬ ই মার্চ, ২০২৩ বিকাল ৪:৩১

লিংকন১১৫ বলেছেন: খাওাদাওা বিসর্জন দেয়া যায়, তাই বলে !

০৭ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৩০

তরুন ইউসুফ বলেছেন: সেটাই তো.......তাই বলে....

১৬| ০৬ ই মার্চ, ২০২৩ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: এটা অতি তুচ্ছ সমস্যা।

০৭ ই মার্চ, ২০২৩ সকাল ১০:৩০

তরুন ইউসুফ বলেছেন: মোটেই না...এটা একটা বড় সমস্যা বলেই আমি মনে করছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.