নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাশফী মাহমুদ

তাশফী

আমার একলার স্বপ্ন যাত্রা , আমি একলাই পথিক ..............

তাশফী › বিস্তারিত পোস্টঃ

অনন্ত জলিলের বিরুদ্ধে মারধরের অভিযোগ এনেছেন তার স্ত্রী বর্ষা :-*:-/:P:-*:-/

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৩৪



মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বিডিনিউজকে জানান, শনিবার রাতে মোহাম্মদপুর থানায় অনন্তের বিরুদ্ধে এ অভিযোগে জিডি করেন তারই ছবির নায়িকা আফিয়া নুসরাত বর্ষা।

ওসি জানান, শুক্রবার রাত ১১টার দিকে থানায় জিডি করতে আসেন মোহাম্মদপুরের ইকবাল রোডের বাসিন্দা বর্ষা।তিনি জিডিতে অভিযোগ করেন, তার স্বামী এম এ জলিল অনন্ত তাকে মারধর করেছেন।

ওসি জানান, একটু পরেই থানায় এসে অনন্ত মিটমাটের চেষ্টা করেন। রাত সাড়ে ১২টার দিকে তারা একসঙ্গে থানা থেকে বের হন।

২০১০ সালের ‘খোঁজ-দ্যা সার্চ’ ছবিটির মাধ্যমে চলচ্চিত্র প্রযোজনার খাতা খুলেন অনন্ত। এ ছবিতে তার বিপরীতে অভিনয় করেন বর্ষা।২০১১ সালের ২৩ সেপ্টম্বের বিয়ে করেন অনন্ত-বর্ষা। অনন্তের আরো কয়েকটি ছবিতে নায়িকা হিসেবে ছিলেন বর্ষা।

অনন্তের বিরুদ্ধে মারধরের অভিযোগ বর্ষার

মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৪

অন্য পুরুষ বলেছেন: হে হে !! সিনেমায় গুন্ডাগো মারে আর বাস্তবে বউরে মারে। সুন্দর, বড় সুন্দর।

বড়ই সৌন্দর্য পাইলাম।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৪৬

তাশফী বলেছেন: !

২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ৩:৫৫

রুদ্র মানব বলেছেন: একটু পেমাচ হইয়া গেলাই এরা রং-তামাশা দেখায় B-)

২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০০

তাশফী বলেছেন: উইমা ,
হাচা কথা কইছেন ।

৩| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:০১

কাজী মামুনহোসেন বলেছেন: গণতান্ত্রিক অধিকার বইলা বইতে একডা কথা আছে..... B-)) B-))

২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:১১

তাশফী বলেছেন: লুল রে লুল :P

৪| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৪:৪১

আবিদ ফয়সাল বলেছেন: বর্ষা+অনন্ত = বসন্ত :-B

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:০৪

তাশফী বলেছেন: পুরাই সিরাম :D

৫| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৫:০৫

মাক্স বলেছেন: আবারও কয়েকদিন আলুচনার টপিক পাওয়া গেলু!

৬| ২৩ শে মার্চ, ২০১৩ ভোর ৫:১৪

যোগী বলেছেন: ঐ মাইয়াও সুনছি ফিল্মে মারামারি করে, অনন্তে দুইটা ফ্লাইং কিক দেয়নায় কেন?

৭| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৩০

আশিক মাসুম বলেছেন: X( X( X( X( X(

৮| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৮:৫০

পাস্ট পারফেক্ট বলেছেন: অনন্তের কথাবার্তা যে পরিমাণ উগ্র আর বোস্টফুল- অন্যকে তোয়াক্কা করে না, তাতে নিজের বৌরে দুই চার টা যে লাগাইবো সেটা খুবই স্বাভাবিক। পিজা হাটে প্লেট ছুড়ে মারা বা টিভি'র ঐসব কথাবার্তার সময়তো বর্শা আফা ফিক ফিক কইরা হাইসা গেছে। অহন নিজের উপ্রে কিল ঘুষি পরছে - তারপর হুশ হইছে!

৯| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ৯:৪২

অনির্মীলিত বলেছেন: আমিতো ভাবতাম এরা বেশ লাভি-ডাভি কাপল।এখন দেখি এই অবস্থা:-O

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

তাশফী বলেছেন: !!!!!!!!!!!

১০| ২৩ শে মার্চ, ২০১৩ সকাল ১০:১১

তানজিদ_রূপক বলেছেন: এইসব কিছুই না, ও জানে ও আজাইরা কাজ কামের গপ্পো না দিলে মানুষ ওরে নিয়া প্যাঁচাল পাড়ে না।ওর ফাস্টফুড দোকানে লাফালাফি উল্টা পাল্টা বাংলা ইংরেজি সংলাপ সব পুরান হয়ে গেছে এখন তাই নতুন একটা নাটক সাজাইল আরকি।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৭

তাশফী বলেছেন: হতে পারে এটাও নতুন ধরনের publicity stunt

১১| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:০০

আফজালনবীনগর বলেছেন: আগেও করেছিল নাকি ?

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:২৭

তাশফী বলেছেন: সেটা তো জানি না ভাই :(

১২| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৩৮

আহলান বলেছেন: হিট হওয়ার ধান্দা ...নৈলে থানা থেকে একসাথে আবার চলে যায় কিভাবে ...? ফাত্রামো

২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ১:০০

তাশফী বলেছেন: হতে পারে এটাও নতুন ধরনের publicity stunt :P

১৩| ২৩ শে মার্চ, ২০১৩ দুপুর ২:১৯

নােয়ফ চৌধুরী বলেছেন: আসলে ছিল "স্বামী কেন ফাউল" মুভির একটি সিকুয়েন্স B-))

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৬

তাশফী বলেছেন: উইমা ,

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.