নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাশফী মাহমুদ

তাশফী

আমার একলার স্বপ্ন যাত্রা , আমি একলাই পথিক ..............

তাশফী › বিস্তারিত পোস্টঃ

লাক্সতারকা সুমাইয়া আজগার রাহা রহস্যজনকভাবে মারা গেছেন :|/:)/:):((

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:১৮



২০০৭ সালের লাক্সতারকা সুমাইয়া আজগার রাহা রহস্যজনকভাবে মারা গেছেন। মৃত্যুর ঘটনা প্রথমে চেপে যান তার পরিবার ও সহকর্মীরা। দাফনের পর ক্রমে প্রকাশ পেতে থাকে তার মৃত্যুর খবর। তবে কেন এমনটি করা হলো তা জানা যায়নি এখনো।

একটি বিশ্বস্ত সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে নিজ বাসাতেই অনেকটা রহস্যজনকভাবে মারা যান রাহা।তার সহকর্মীদের দাবি, তাকে হত্যা করা হয়ে থাকতে পারে। প্রভাবশালীদের হুমকির কারণে পরিবার থেকে কাউকে না জানিয়ে তাকে কবর দেয়া হয়েছে।



মোহাম্মদপুর থানার ওসি আজিজুল হক বাংলানিউজকে বলেন, তিনি এ বিষয়ে কিছুই জানেন না। তবে লোকমুথে তারকা রাহার মৃত্যু খবর শুনে এ ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা করছেন। তবে তিনি দাবি করেন, তারা ঠিকানা জানতে পারলে ওই বাসার বা পরিবারের লোকজনের সঙ্গে কথা বলবেন।

শনিবার বিকেলের দিকে রাহার মৃত্যুর খবর মিডিয়া পাড়ায় ছড়িয়ে পড়ে। তার মৃত্যুকে কেন্দ্র করে নানা কথা আসতে থাকে।

তার সহকর্মী নাম প্রকাশ না করা শর্তে বাংলানিউজকে বলেন, তার পরিবার থেকে অনেক সমস্যা ছিল। এ কারণে তারা তার বাসায় যেত না। এক সময় তারা জাপান গার্ডেন সিটিতে থাকলেও গত তিন মাস আগে তারা জাপান গার্ডেন সিটির ১৩ নম্বর বিল্ডিংয়ের বাসা ছেড়ে দেয়। এরপর তারা কোথায় উঠেছে তা কেউ জানতো না।

রাহার ঘনিষ্ট সূত্রে জানা গেছে, তার মৃত্যুর খবর মিডিয়ার কেউ না জানার আগেই শনিবার দুপুরে অনেকটা চুপিসারে আজিমপুর কবরস্থানে কবর দেওয়া হয়। তবে এটা কোনো স্বাভাবিক মৃত্যু না আত্মহত্যা, সে বিষয়ে এখনও নিশ্চিত হওয়া যায়নি।






উল্লেখ্য, ২০০৭ সালে লাক্সতারকা প্রতিযোগিতায় রাহা থার্ড রানারআপ নির্বাচিত হন। তার উল্লেখযোগ্য ধারাবাহিক নাটকের মধ্যে রয়েছে- হুমায়ূন আহমেদের পরিচালনায় `জল তরঙ্গ`, সালাউদ্দিন লাভলুর `স্বপ্নবাজার`, মাসুনের `পুতুল খেলা` ও `পাটিগণিত`, রেদওয়ান রনির `উচ্চতর শারীরিক বিজ্ঞান` ও `লাকি থারটিন`, রিজিয়া মাসুদের `দিন বদলের পালা`, শরাফ আহমেদ জীবনের `কামিং সুন` এবং এক খণ্ডের নাটক `এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি`, `জিম্মি`, `যত চিনি তত মিষ্টি`, `কাজী অফিস`, `ফোরটি টু মিনিটস`, `মেঘ ডেকেছে বেলায় বেলায়`, `টাইম বোম`, শেখ সেলিমের পরিচালনায় `মাকড়সা`, মাছরাঙা টিভিতে `ইউনিভার্সিটি` প্রভৃতি।

মাঝে কয়েক বছর বিরতির পর এবারের এইচ এস সি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল রাহার।

এ ব্যাপারে রাহার কয়েকজন সহকর্মীর সঙ্গে যোগাযোগ করা হলে তারা প্রত্যেকেই ঘটনার সত্যতা স্বীকার করেন।


লাক্সতারকা রাহার রহস্যজনক মৃত্যু



******একটা অনুরোধ সবার কাছে , নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া রাহা সম্পর্কে কোন ধরনের নেতিবাচক কথা বলা থেকে আমরা বিরত থাকি******

মন্তব্য ৩০ টি রেটিং +২/-০

মন্তব্য (৩০) মন্তব্য লিখুন

১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১

আথাকরা বলেছেন: মিডিয়ায় কোনটা সত্য কোনটা মিথ্যা তা জানাই অনেক কঠিন। কারণ এটা রঙিন জগত।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

তাশফী বলেছেন: একটা অনুরোধ সবার কাছে , নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া রাহা সম্পর্কে কোন ধরনের নেতিবাচক কথা বলা থেকে আমরা বিরত থাকি

২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২১

সরোজ রিক্ত বলেছেন: সে কে? ছবি দিন চিনি আগে।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

তাশফী বলেছেন: দিলাম ,
দেখেন :(

৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:২৮

লিন্‌কিন পার্ক বলেছেন:
কয়েকটা নাটক দেখছিলাম ওর :|

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১২:৪৯

তাশফী বলেছেন: আহারে ,মেয়েটা ভালো নাটক করত । আল্লাহ মাফ করুক তাঁকে।শিশুতোষ একটা ভাব ছিলো।

৪| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৬

এস.বি.আলী বলেছেন: উচ্চতর শারীরিক বিজ্ঞান এর মেয়েটা। অসাধারন অভিনয় করেছিল।

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪০

তাশফী বলেছেন: আহারে ,মেয়েটা ভালো নাটক করত । আল্লাহ মাফ করুক তাঁকে।শিশুতোষ একটা ভাব ছিলো। একটা অনুরোধ সবার কাছে , নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া রাহা সম্পর্কে কোন ধরনের নেতিবাচক কথা বলা থেকে আমরা বিরত থাকি।

৫| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৩৮

আই লাভ ইউ, ম্যান বলেছেন: উচ্চতর শারীরিক বিজ্ঞান নাটকে তাকে প্রথম দেখছিলাম

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৩

তাশফী বলেছেন: আহারে ,মেয়েটা ভালো নাটক করত । আল্লাহ মাফ করুক তাঁকে।শিশুতোষ একটা ভাব ছিলো। একটা অনুরোধ সবার কাছে , নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া রাহা সম্পর্কে কোন ধরনের নেতিবাচক কথা বলা থেকে আমরা বিরত থাকি।

৬| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪১

কামরুল ইসলাম (সুমন) বলেছেন: ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:০৩

তাশফী বলেছেন: আহারে ,মেয়েটা ভালো নাটক করত । আল্লাহ মাফ করুক তাঁকে।শিশুতোষ একটা ভাব ছিলো। একটা অনুরোধ সবার কাছে , নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া রাহা সম্পর্কে কোন ধরনের নেতিবাচক কথা বলা থেকে আমরা বিরত থাকি।

৭| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৪

জেমস বন্ড বলেছেন: B:-) সেড ।

২৪ শে মার্চ, ২০১৩ দুপুর ১:৩১

তাশফী বলেছেন: মেয়েটা ভালো নাটক করত । আল্লাহ মাফ করুক তাঁকে।শিশুতোষ একটা ভাব ছিলো। একটা অনুরোধ সবার কাছে , নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া রাহা সম্পর্কে কোন ধরনের নেতিবাচক কথা বলা থেকে আমরা বিরত থাকি।

৮| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৪৭

আব্দুল্লাহ নাটোর বলেছেন: উচ্চতর সারিরিকবিজ্ঞান নাটক দেখার পর থেকে মেয়েটার প্রতি এক ধরনের ভালো লাগা জন্ম নেয়। মৃত্যু টা আমাকে অনেক কষ্ট দিল বিশ্বাস করতে পারতেছিলাম না ;

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫০

তাশফী বলেছেন: আহারে ,মেয়েটা ভালো নাটক করত । আল্লাহ মাফ করুক তাঁকে।শিশুতোষ একটা ভাব ছিলো। একটা অনুরোধ সবার কাছে , নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া রাহা সম্পর্কে কোন ধরনের নেতিবাচক কথা বলা থেকে আমরা বিরত থাকি।

৯| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৫

পেন্সিল চোর বলেছেন: দুঃখজনক!!!
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১০:৫৮

তাশফী বলেছেন: আহারে ,মেয়েটা ভালো নাটক করত । আল্লাহ মাফ করুক তাঁকে।শিশুতোষ একটা ভাব ছিলো। একটা অনুরোধ সবার কাছে , নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া রাহা সম্পর্কে কোন ধরনের নেতিবাচক কথা বলা থেকে আমরা বিরত থাকি।

১০| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:১৯

প্রেমবিদ্বেষী বলেছেন: d color dreams of media force these girls 2death.read this Click This Link

২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৩:৫৮

তাশফী বলেছেন: hmmmmmmmmmmmmmm

১১| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২১

দূলভ বলেছেন: দুঃখজনক!!!
ইন্নালিল্লাহি ওয়াইন্নাইলাইহি রাজিউন

২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:২৪

তাশফী বলেছেন: আহারে ,মেয়েটা ভালো নাটক করত । আল্লাহ মাফ করুক তাঁকে।শিশুতোষ একটা ভাব ছিলো। একটা অনুরোধ সবার কাছে , নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া রাহা সম্পর্কে কোন ধরনের নেতিবাচক কথা বলা থেকে আমরা বিরত থাকি।

১২| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৪০

শোয়াইব আহেমদ বলেছেন: রেদওয়ান রনির `উচ্চতর শারীরিক বিজ্ঞান আর জিম্মি টেলিফ্লিমে মেয়েটা অসাধারন অভিনয় করেছিল।
এভাবে হটাৎ মৃত্যু সংবাদ শুনে সত্যিই খারাপ অনেক লাগছে।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:২৯

তাশফী বলেছেন: আহারে ,মেয়েটা ভালো নাটক করত । আল্লাহ মাফ করুক তাঁকে।শিশুতোষ একটা ভাব ছিলো। একটা অনুরোধ সবার কাছে , নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া রাহা সম্পর্কে কোন ধরনের নেতিবাচক কথা বলা থেকে আমরা বিরত থাকি।

১৩| ২৩ শে মার্চ, ২০১৩ রাত ১১:৫৬

জিয়ান আহমেদ বলেছেন: দুঃখজনক। সুন্দর দেখতে ছিল মেয়েটা। ২০০৬ এ তারকা হবার আগে কয়েকবার কথা হয়েছিল। এমন মৃত্যু না হয়ে আমাদের সবার সাধারন জীবন আর স্বাভাবিক মৃত্যু যেন হয়।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৪

তাশফী বলেছেন: আহারে ,মেয়েটা ভালো নাটক করত । আল্লাহ মাফ করুক তাঁকে।শিশুতোষ একটা ভাব ছিলো। একটা অনুরোধ সবার কাছে , নির্ভরযোগ্য প্রমাণ ছাড়া রাহা সম্পর্কে কোন ধরনের নেতিবাচক কথা বলা থেকে আমরা বিরত থাকি।

১৪| ২৪ শে মার্চ, ২০১৩ রাত ১২:৪১

রাতুল রেজা বলেছেন: ছবিটা সরান ভাই । মারা যাওয়া মানুশের ছবি প্রকাশ্যে দিতে নেই। বিশেষ করে মেয়েদের।

২৪ শে মার্চ, ২০১৩ রাত ১:৫৩

তাশফী বলেছেন: কোন হাদীসে পাইসেন ?????

১৫| ২৪ শে মার্চ, ২০১৩ বিকাল ৪:২৯

সোহানী বলেছেন: হা লিখাটা পড়ার অনুরোধ রইলো..এটাই বাস্তবতা..

Click This Link

২৪ শে মার্চ, ২০১৩ রাত ৮:৫৩

তাশফী বলেছেন: লেখাটা দেওয়ার সাথে সাথেই পড়েছিলাম

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.