নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাশফী মাহমুদ

তাশফী

আমার একলার স্বপ্ন যাত্রা , আমি একলাই পথিক ..............

তাশফী › বিস্তারিত পোস্টঃ

অনন্ত -বর্ষা,দাম্পত্য কলহ মিটিয়ে আবার একত্রে হচ্ছেন !!!!!! :D:D:D:D:D:D

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৩



অবশেষে ঘোলা জল পরিষ্কার হচ্ছে। দাম্পত্য কলহের গুমোট আবহাওয়ার কারণে অনন্ত-বর্ষার মনের আকাশে জমে থাকা কালো মেঘ কাটতে শুরু করেছে। জোড়া লাগছে অনন্ত-বর্ষার সম্পর্ক। দুজনই আবার সংসার করতে প্রস্তুত। তারাই এ তথ্য দিয়েছেন।



কলকাতা থেকে ঢাকা ফিরে অভিনেত্রী বর্ষা গতকাল জানান, বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় তার কলকাতা যাত্রা নিয়ে রবিবার যে সংবাদ প্রকাশ হয়েছে তাতে কিছুটা বিভ্রান্তি রয়েছে। একটি সূত্রের বরাত দিয়ে সংবাদে উল্লেখ করা হয়েছিল, বর্ষা কলকাতার বালিগঞ্জের এক শিল্পপতির ফ্ল্যাটে উঠেছেন। সেই শিল্পপতি তাকে কলকাতার নায়িকা বানানোর প্রলোভন দেখিয়েছেন। খবরটির সঙ্গে দ্বিমত পোষণ করে বর্ষা জানান, পারিবারিক কলহের কারণে সৃষ্ট অবসাদ দূর করতে কলকাতা যেতে হয়েছিল। এতে অন্য কোনো কারণ খোঁজার অবকাশ নেই। কলকাতা গিয়ে পার্ক স্ট্রিটের একটি হোটেলে ওঠেন তিনি। বর্ষা বলেন, তিনি অনন্তকে ভালোবেসে বিয়ে করেছেন। তাই তার ভালোবাসা এতটা ঠুনকো নয় যে, সামান্য দাম্পত্য কলহে তা শেষ হয়ে যাবে। তিনি আরও বলেন, অনন্তকে তিনি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসেন। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত ভালোবেসে যাবেন। অনন্ত ছাড়া অন্য কেউ কখনো তার জীবনে আসতে পারবে না। বর্ষা বলেন, তার আজকের অবস্থানের জন্য সৃষ্টিকর্তার পর সব অবদান অনন্তের। রাগের মাথায় হয়তো কোনো কাগজে সই করে থাকতে পারেন তিনি। কিন্তু ওটা যে ডিভোর্স পেপার তা কখনোই তার বিশ্বাস হয়নি, এখনো হচ্ছে না। বর্ষা বলেন, এখন সব মান অভিমানের অবসান ঘটেছে। অনন্ত কাছে ডাকলেই তিনি তার সংসারে ফিরে যাবেন। শুধু সংসার নয়, তিক্ততা ভুলে সব কাজে অনন্তের পাশে দাঁড়াবেন তিনি। 'মোস্ট ওয়েলকাম টু' চলচ্চিত্রের কাজও আবার শুরু করতে চান বর্ষা।



নিজের বিরুদ্ধে অনন্তের করা নানা অভিযোগ প্রসঙ্গে বর্ষা বলেন, 'ওসব সে রাগের মাথায় বলেছে। কারণ অনন্ত ভালো করেই জানে, বর্ষা কেমন মেয়ে'। বর্ষা বলেন, আমার ভুল ছিল হুট করে কলকাতায় চলে যাওয়া এবং মুঠোফোন বন্ধ রাখা। মুঠোফোনটি খোলা থাকলে সাংবাদিকসহ সবাই প্রয়োজনে যোগাযোগ করে খবরের সত্যতা যাছাই করতে পারতেন।



বর্ষার সঙ্গে ফোনে কথা হওয়ার পর অনন্তের সঙ্গে যোগাযোগ করা হয়। বর্ষার সুরে অনন্তও তখন বলেন, 'সবার সংসারে সমস্যা হয়, কিন্তু ও প্রথমে জেদ ধরে রাখতে গিয়ে আমাকে অনেক কষ্ট দিয়েছে। সাধারণ একটা ব্যাপার কুৎসিত আকার ধারণ করেছে। যাই হোক, এখন যদি ও ভুল বুঝতে পারে তাহলে আমার বলার আর কিছুই নেই। কারণ আমি সব সময়ই চেয়েছি আমাদের মধ্যে যত সমস্যাই হোক আমরা যেন সুখে-শান্তিতে সংসার করতে পারি। এখনো সে কথাই বলছি। কারণ ওকে আমি নিজের জীবনের চেয়েও বেশি ভালোবাসি।'

মন্তব্য ২৩ টি রেটিং +১/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৪৬

এক্সট্রাটেরেস্ট্রিয়াল স্বর্ণা বলেছেন:
আমি আমেরিকার বাংলা পত্রিকায় পড়েছি, অনন্ত নাকি এক গার্মেন্টস এর মালিকের বয়স্ক বউকে বিয়ে করেছিল ও সেখানে অনন্তের এক বাচ্চাও আছে। এভাবেই নাকি সে এত বড়লোক হয়েছে। খবরের সত্যতা জানিনা B:-)

২| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৫

মহাজগতিক ভাবুক রাজীব বলেছেন: গাধা পানি ঘোলা করেই খায় :-P

০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

তাশফী বলেছেন: হুম

৩| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৬

সোহানী বলেছেন: কঠিন অবস্থা..... B-) B-) B-) B-) B-) .. বিশেষ বুলেটিন...

৪| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ৯:৫৯

ইলুসন বলেছেন: তাদের নেক্সট মুভির জন্য ভাল পাব্লিসিটি হয়ে গেছে।

৫| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২১

ফাহিম আহমদ বলেছেন: তাশফী ভাই আপনি একজন ভাল মানের ব্লগার, তাই এরকম পোস্ট আপনার কাছ থেকে আশা করিনা,,,, ধন্যবাদ

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৪২

তাশফী বলেছেন: ফাহিম আহমদ ,
ধন্যবাদ আমার সম্পর্কে এতো উচ্চ ধারণা পোষণ করার জন্য ।
ভাই, কিছু কথা বলি ,প্রথম যখন সামুতে লেখা শুরু করি তখন এরকম ১৮+ বা গসিপ লেখা লিখতাম না । সিরিয়াস বিষয় ,রাজনীতি নিয়ে লিখতাম। ফলাফল দাড়ালো , ভাদা-ভাকু ,আ.লীগের দালাল খেতাব পেলাম, অনেক গালি খেলাম। ভাবলাম , সামু থেকে চলে যাই । পরে ,এক সিনিয়ার ব্লগারের কথায় ১৮+ বা গসিপ বল্গ লেখা শূরু করলাম। মানুষ লুল বলে ,আদর করে , কিন্তু গালি তো আর খাই না । মানুষকে বিনোদন দেই ,এটা কম কিসে ?
আপনাকে স্যালুট , ২ বছর ১১ মাস দিন ব্লগ লিখি ,কিন্তু আপনার মত কেউ এরকম করে কিছু কখন বলে নাই ..............

৬| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

নট ডিফাইন বলেছেন: ভ্রালো

৭| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:২৭

গোবর গণেশ বলেছেন: পর্দায় (ছোট/বড়) যাদের দেখা যায় তাদের ব্যাপারে বলার কিছু নাই। যে কোন রকম বিনোদনের খোরাক যোগায় এই পর্দা। যার মনে চায় বিনোদন সে পর্দা দেখবে।




গ্রামীন প্রবাদঃ (বর্ষার দিনে যখন কোথাও দাঁড়াবার জায়গা না পায় তখন প্রতিটা কুকুরই মনে মনে ভাবে: এই বর্ষা কোন রকমে কাটাই, আগামী বর্ষার আগেই একখান নতুন বাড়ী বানায়া লমু। বর্ষা কোনরকমে পার হলে কে আর বাড়ীর কথা মনে রাখে।)

৮| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৩৭

শিশু বিড়াল বলেছেন: এরা কি আমাদের এপ্রিল ফুল বানালো??? /:)

০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১০:৫১

তাশফী বলেছেন: !!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

৯| ০১ লা এপ্রিল, ২০১৩ রাত ১১:০০

শিপু ভাই বলেছেন:
আমিও চাই ওরা মিলে মিশে একত্রে থাকুক।


তয় সত্যি সত্যি ডিভোর্স হয়ে গেলে কিছু সমস্যা আছে!!!


বহুদিন পর একটা তাশফীয় পোস্ট পেয়ে ভালো লাগছে!!!++++++

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:১২

তাশফী বলেছেন: ধন্যবাদ ভাইয়া :D

১০| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:০৯

ক্লোরোফিল বলেছেন: ওরা এপ্রিল ফুল করলেও অন্যরকম কষ্টের একটি লিঙ্ক দিলাম যা বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু সত্য - Click This Link

১১| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১২:১৭

অচিন.... বলেছেন: অবজেকশন আছে.…
অনন্ত বর্ষারে ডিভোর্স দিছে।
আবার বিয়ে করার আগে বর্ষারে হিল্লা বিয়ে দিতে হবে!
কে করবে বর্ষাকে হিল্লা বিয়ে?

পুনশ্চঃ আমি রাজি আছি।

১২| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:২৬

আফজালনবীনগর বলেছেন: মহাজগতিক ভাবুক রাজীব বলেছেন: গাধা পানি ঘোলা করেই খায় :-P

০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫২

তাশফী বলেছেন: গাধা পানি ঘোলা করেই খায়

১৩| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫৪

পথ-হারা এক পথিক বলেছেন: ইলুসন বলেছেন: তাদের নেক্সট মুভির জন্য ভাল পাব্লিসিটি হয়ে গেছে। :P

১৪| ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৩:০১

রেজা এম বলেছেন: ্কি প্রয়োজন ছিল !!!!!!! :( :( :( গাধা গাধাই ।। ।

০২ রা এপ্রিল, ২০১৩ বিকাল ৩:৪৮

তাশফী বলেছেন: লুলে লুল আর কি !!!!!!!!!!!!

১৫| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~

০৬ ই এপ্রিল, ২০১৩ দুপুর ২:৪১

তাশফী বলেছেন: লুলে লুল !!!!!!!!!!!!!!!!!!!

১৬| ০২ রা এপ্রিল, ২০১৩ সন্ধ্যা ৭:৩৩

কালোপরী বলেছেন: =p~ =p~ =p~

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.