![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
View this link
নবনীতা: বিরোধী দলের পক্ষ থেকে দাবী করা হয়েছে আড়াই হাজার মানুষ নিহত হবার, কোথা থেকে পেলেন এই সংখ্যা?
জয়নাল: .... ব্লা ব্লা ... সংখ্যার দিকে পরে বলি, যে আমাকে দাওয়াত দিয়ে আপনি অপমান করার ক্ষমতা আপনাকে কেউ দেয়া হয়নি!
নবনীতা: জয়নাল আবেদিন ফারুক আপনি তো জানেন যে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সমাবেশের অনুমতি ছিলো, এবং তার আগে সারাদিন কি ঘটেছে তাও আপনি জানেন।
জয়নাল: নবনীতা, আমাকে যদি কথা বলতে দেন আমি কথা বলবো, নাইলে আমি কথা বলবো না। ইউ ডোন্ট ইন্টারফিয়ার মি, প্লিজ। তাইলে আমি আপনার সাথে কথা বলবো না। আমি আপনাকে, আমি আপনার চেয়ে রাজনৈতিক অভিজ্ঞতা আমার কম নাই।
নবনীতা: চীফ হুইপ আপনার রাজনৈতিক অভিজ্ঞতা নিয়ে প্রশ্ন নেই, আমি যাস্ট জিজ্ঞাসা করেছি ৬ টা পর্যন্ত যে সমাবেশ ছিলো আপনি নিশ্চয়ই জানেন।
জয়নাল: নো নো নো, আমি আপনার সাথে কথা বলতে রাজী না। ... ছাত্রলীগের ছেলেরা গুলি করেছে .. ম্যা ম্যা .. শাহবাগে রাস্তা বন্ধ করে ব্লা ব্লা ম্যা ম্যা ...
যৌথ বাহিনী কত লোককে মেরেছে এটা তো আমার পার্টি আমার দল বলেছে আড়াই হাজার, এটা আরও অধিক হতে পারে ... ম্যা ম্যা
নবনীতা: জয়নাল আবেদিন ফারুক আমি কি এখন একটা প্রশ্ন করতে পারি?
জয়নাল: আল্লাহ রসূলের বিরুদ্ধে কথা বলার জন্য তারা তার প্রতিবাদ করতে আসছে, তাইলে সরকারের উচিৎ ছিলো, তারা যখন অবরোধ করেছিলো ঐখান থেকে তাদের বিদায় করে দেয়া উচিৎ ছিলো।
নবনীতা: জয়নাল আবেদিন ফারুক আপনারা কিসের ভিত্তিতে বলছেন কয়েক হাজার নিহত হয়েছে, এটা একটা প্রশ্ন যেটি আমি আগেই করেছিলাম। আপনি যে বলছেন, শাহবাগ গণজাগরণ মঞ্চ থেকে আল্লাহ রাসূলের নামে কটূক্তি করা হয়েছে কি কটূক্তি? সেটারই বা কনক্রিট উদাহরণটি কোথায়?
জয়নাল: উদাহরণ হইলো, ল্যাফটিস্ট আছে সেখানে। বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক আছে যারা সাংস্কৃতিক জোট করেন তারা সমর্থন দিয়েছেন ... সেখানে তো পদ্মা সেতুর কথা বললেন না। ম্যা ... ম্যা .. ম্যা।
নবনীতা: জয়নাল আবেদিন ফারুক, আমি যদি আপনাকে জিজ্ঞাসা করি, আপনারা কি মনে করছেন যে আপানার কোন কনক্রিট কোন প্রমান উপস্থাণ করতে পেরেছেন যে বাংলাদেশীরা ব্লগে ব্যাপক পরিমান আল্লাহ রাসূলের বিরুদ্ধে কটূক্তি করছেন, কারণ আমরা সেরকম কোন প্রমাণ পাইনি নাম্বার ওয়ান, নাম্বার টু আড়াই হাজার কোথা থেকে বলছেন?
জয়নাল: না আপনি পাননি আপনি পাবেন না, যেহেতু আপনারা একটি ব্লগের লোক .. আপনারা পাবেন না
নবনীতা: আপনারা কি পেয়েছেন? আমরা এটা জানতে চাই আপনারা কি পেয়েছেন?
জয়নাল: যেহেতু আপনাদের টেলিভিশন সেভেন্টি ওয়ান একটি দলের পক্ষে কথা বলেন আর বিপক্ষে বলেন না। ম্যা ম্যা ... প্রমান দুই একটি দিনের মধ্যে বেরিয়ে যাবে। দিগন্ত টিভি কেন বন্ধ করা হলো ..
নবনীতা: আপনারা কি বন্ধ হয়ে যাওয়া দিগন্ত টিলিভিশন বা কোন সূত্র থেকে আড়াই হাজারের বিষয়টি সম্পর্কে কিছু জানতে পেরেছেন?
জয়নাল: ম্যা ম্যা ..। তাইলে আজকে যারা আপনারা আজকে গাড়ি পুড়ানো দেখাচ্ছেন, আপনারা আল্লাহর কোর'আন; অবশ্যই এটা ক্ষতিকর। ..।
এমপি শাহরিয়ার আলম: (ক্ষতিকর)!
জয়নাল: ম্যা ম্যা ...
নবনীতা: জয়নাল আবেদিন ফারুক আপনার কাছে আমি শুধু একটা প্রশ্নের উত্তর জানতে চেয়েছিলাম খুবই বিনয়ের সাথে, "আড়াই হাজার যে আপনারা বলছেন, বা কয়েক হাজার বলছেন, কয়েক শ বলছেন; আমরাও জানতে চাই এর কোন তথ্য সূত্র আছে কি না আপনাদের কাছে?"
জয়নাল: আমাদের কাছে তথ্য সূত্র থাকুক আর নাই থাকুক নবনীতা ..ম্যা ম্যা ম্যা .।
নবনীতা: ধন্যবাদ জয়নাল আবেদিন ফারুক, আমাদের সঙ্গে একাত্তর মঞ্চে যোগ দেবার জন্য।
২| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:১৬
এস বাসার বলেছেন: শ্লা কমেডিয়ানের দলই আমাদের ভাগ্য বিধাতা সেজে বসে থাকে
৩| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:২৪
আমার মন বলেছেন: বিশাল বিনোদন
৪| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:২৯
আলুমিয়া বলেছেন: ভাই আপনাকে অনেক ধন্যবাদ এইটা শেয়ার করার জন্য।
৫| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৩২
জানপরী বলেছেন: ফারুক, নবনীতাকে বলুক যে তারা কোথা থেকে জেনেছে আর নবনীতা গং উৎসের বারোটা বাজিয়ে দিক। আবাল কোথাকার। দিগন্ত আর ইসলামি টিভি খুলে দিক। তার পর দেখা যাবে ফারুক কোথা থেকে জেনেছে।
৬| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৩৬
আলুমিয়া বলেছেন: জানপরী বলেছেন: ফারুক, নবনীতাকে বলুক যে তারা কোথা থেকে জেনেছে আর নবনীতা গং উৎসের বারোটা বাজিয়ে দিক।
অথবা উৎস বাচিয়ে রেখে নিজেকে মিথ্যাবাদী সাব্যস্ত করুক। ফাইন।
৭| ০৮ ই মে, ২০১৩ রাত ১১:৪৯
জানপরী বলেছেন: নবনীতার জন্য খারাপ লাগে। মেয়েটা টিভিতে উপস্থাপনা করতে এসে সবার কাছে খালি ঝাড়ি খায়। তোফায়েল ঝাড়ি মারে। পীর হাবিবুর ঝাড়ি মারে, জয়নাল আবেদিন ফারুক ঝাড়ি মারে। মেয়েটা যাবে কোথায়
৮| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:০৭
ইউআরএল বলেছেন:
৯| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:০৮
সেফানুয়েল বলেছেন: জানপরী বলেছেন: নবনীতার জন্য খারাপ লাগে। ম্যা.... ম্যা... ম্যা মেয়েটা টিভিতে উপস্থাপনা করতে এসে সবার কাছে খালি ম্যা.... ম্যা... ম্যা ঝাড়ি খায়। তোফায়েল ম্যা.... ম্যা... ম্যা ঝাড়ি মারে। ম্যা.... ম্যা... ম্যা পীর হাবিবুর ঝাড়ি মারে, ম্যা.... ম্যা... ম্যা জয়নাল আবেদিন ফারুক ঝাড়ি মারে। ম্যা.... ম্যা... ম্যা মেয়েটা যাবে কোথায়।
যদি এরকম হতো!!!!!!!!
১০| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:১৮
অমৃত সুধা বলেছেন: বিএনপি-আওয়ামী লীগই হেফাজত উত্থানের কারণ
http://dhakajournal.com/?p=6597
১১| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:৩৯
শিপু ভাই বলেছেন:
চরম!!!!!!!!!!!!!!!!!!!!!
+++++++++++++++++
১২| ০৯ ই মে, ২০১৩ রাত ১২:৫৯
rakibmbstu বলেছেন:
১৩| ০৯ ই মে, ২০১৩ রাত ১:০২
মুহসিন বলেছেন: অন্ধকার না করে লাইভ টিভির সামনে অভিযান চালালেই এতো প্রশ্নের জন্ম হতোনা।
১৪| ০৯ ই মে, ২০১৩ রাত ১:১৫
rakibmbstu বলেছেন: sagur list chai????
ai hane dehen-
Click This Link
১৫| ০৯ ই মে, ২০১৩ রাত ১:৩৬
মনিরুল ইসলাম বাবু বলেছেন: দেওয়া হোক
©somewhere in net ltd.
১|
০৮ ই মে, ২০১৩ রাত ১১:১২
িবদ্রোহী বলেছেন: কমেডী আওয়ার্ড দেওয়া হোক জয়নালা আবেদিনকে
এবং মখাকে