নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাশফী মাহমুদ

তাশফী

আমার একলার স্বপ্ন যাত্রা , আমি একলাই পথিক ..............

তাশফী › বিস্তারিত পোস্টঃ

সরিষার তেলে চিত্রনায়িকা কেয়া ভেসে গেলো ?????? :D:-/:P;)

১২ ই মে, ২০১৩ রাত ১২:১৪



আগে সেই অস্কার পাওয়া খ্যাতা দিয়া যাইতা ধইরা মাইরালা বিজ্ঞাপনটা দেখেন :P

সুরেশ খাঁটি সরিষার তেলের এ বিজ্ঞাপনচিত্র দেখার পর যে কারও মনে প্রশ্ন জাগবে- এটি কি কোনো বিজ্ঞাপনচিত্র না আইটেম গান। চ্যানেল সিক্সটিনে বিজ্ঞাপনটির প্রচার শুরু হয়েছে।



আর সামাজিক যোগাযোগ সাইট ফেসবুকে এই প্রতিবেদন লেখার আগ পর্যন্ত বিজ্ঞাপনচিত্রটির শেয়ার হয়েছে ২৭৭১ এবং লাইক পড়েছে ১১৭৩।



কিন্তু সেটা মূলকথা নয়, একজন চিত্রনায়িকা অশালীন পোশাকে, অশ্লীল অঙ্গভঙ্গিতে সরিষার তেলের বিজ্ঞাপনচিত্রে নিজেকে উপস্থাপন করছেন-এমন মন্তব্য অনেকেরই।



সম্প্রতি এফডিসিতে শুটিং হওয়া বিজ্ঞাপনচিত্রটির নির্মাতা বাপ্পী সাহা।



নিজেকে প্রচারের উদ্দেশ্যে কি তাহলে এমন বিজ্ঞাপনচিত্রের মডেল হয়েছেন চিত্রনায়িকা কেয়া? এর আগেও বেশ কিছু ঘটনা নিয়ে দারুণ সমালোচনার শিকার হয়েছিলেন।

চিত্রজগতে তার উত্থান-পতনের পাশাপাশি পুলিশের হাতে আটক হওয়া, মাদক বহনসহ নানা কারণে খবরের শিরোনাম হয়েছেন তিনি।

তবে সবকিছুর পরও দর্শকের কাছে তিনি একজন চিত্রনায়িকা। এতকিছুর পর বিজ্ঞাপনচিত্রে এমন ভঙ্গিমায় উপস্থিত হয়ে আবারও সমালোচনার শিকার হলেন চিত্রনায়িকা কেয়া।

তবে কি আমরা ধরেই নিবো নিত্যনতুন বিতর্ক সৃষ্টি করেই মূলত তার‍া মিডিয়ায় টিকে থাকতে চায়!

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১২ ই মে, ২০১৩ রাত ১২:৩৬

পেন্সিল চোর বলেছেন: দারুন এড!!
সুরেশ খাঁটি সরিষার তেল আহা আহা!!! :P :P :P

১২ ই মে, ২০১৩ রাত ১২:৪২

তাশফী বলেছেন: এই এড দেখলে কি আর তেল লাগে ?

২| ১২ ই মে, ২০১৩ সকাল ১০:১১

অগ্নি সারথি বলেছেন: অরে শফি হুজুরের কাছে পাঠানো হোক।

১২ ই মে, ২০১৩ রাত ৯:৩৯

তাশফী বলেছেন: আয় যাইগা :P :P :P :P :P

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.