নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

তাশফী মাহমুদ

তাশফী

আমার একলার স্বপ্ন যাত্রা , আমি একলাই পথিক ..............

তাশফী › বিস্তারিত পোস্টঃ

চীফ হুপ জয়নাল আবেদীনের নাকি

২৭ শে মে, ২০১৩ রাত ৮:৫৯

চারদিকে জয়নাল ভাইয়ের পরকীয়ার ফোনটেপ নিয়ে মাতামাতি। কি আছে এতে ? না,বেশি কিছু না। জয়নাল ভাই ভালোবাসার নিদর্শন স্বরূপ উনার জানেমানকে একটা বাবু দিতে চেয়েছেন আর উনার জানকে একটু বুকে নিতে চেয়ছেন।



আসুন দেখা নেয়া যাক জয়নাল ভাইয়ের ফোনটেপের চুম্বক অংশ



জয়নালঃ তুমি কাট,আমি করতেসি

নারীকন্ঠঃ না অসুবিধা নাই,অসুবিধা নাই

জয়নালঃ না না তুমি কাট

নারীকন্ঠঃ আরে অসুবিধা নাই।

জয়নালঃ বলছি বাবুর বয়স কত এখন?

নারীকন্ঠঃ এই অক্টোবরে পাচ বছর হবে,অক্টোবরের আট তারিখ।

জয়নালঃ তোমাদের কি পাচ বছর হয়ে গেছে?

নারীকন্ঠঃ এই অক্টোবরে পাচ বছর হবে আরকি,পূর্ণ হবে।

জয়নালঃ মাম্মা (!) Thank you, তাইলে তো এখন আরেকটা বাবু দরকার।

নারীকন্ঠঃ বাবু টাবু এখন আর দরকার নাই। অনেক ইয়েতে আছি,টেনশনে আছি।

জয়নালঃ না,অইটা আমার আমার।

নারীকন্ঠঃ আমার মানে,

জয়নালঃ হ্যাঁ, আমার আমার।

নারীকন্ঠঃ কি আমার,বুঝি নাইতো।

জয়নালঃ বাবু নেক্সটা আমার।

নারীকন্ঠঃ ও তাই । আচ্ছা আপনাকে দিয়ে দিমুনে।

জয়নালঃ হু,নেক্সটা আমার তো। কেন,আমার জানকে তো আমার জানেমানকে রাখতে হবে না? আমার বাবুটাকে আনতে হবে না। নাইলে আমার জানেমান আমাকে ভুলে যাবে।

নারীকন্ঠঃ ভাইয়া আপনি গাড়িতে না? কি বলতেসেন?

জয়নালঃ না না না বোকা,গাড়ির পিছনে আমি। গান শুনতেসি,কেউ টের পাবে না। কার সাথে কথা বলতেসি কেউ বুঝতে পারবে না।

নারীকন্ঠঃ আপনার পার্সোনাল ড্রাইভার উনি?

জয়নালঃ হ্যাঁ, আমার ড্রাইভার খুব বিশ্বস্ত। আমার আর্মস টার্মস সব তার কাছে থাকে।

নারীকন্ঠঃ হু

জয়নালঃ তুমি এইটা মনে রাখবা। সবসময় মনে রাখবা। তুমি শিক্ষিত মানুষ,আমি শিক্ষিত মানুষ। তোমার ইজ্জত আল্লাহর চেয়ে,রাসুলের চেয়ে পরে (নাউজুবিল্লাহ)।

নারীকন্ঠঃ কি ?

জয়নালঃ তোমাকে আমার বুকের মাঝে নিয়েছি একটাই কারণে। এই রকম মানুষ আমি আজকে আমার বিশ বছরের রাজনীতির জীবনে আমি দেখি নাই। That’s enough.

নারীকন্ঠঃ দেখেন নাই ? অনেক দেখসেন। আপনাকে দেখে তো কাঁচা মনে হয় না।

জয়নালঃ না না দেখসি। অনেক দেখসি। কিন্তু একজন মানুষ এত আন্তরিক হতে পারে ? তোমার কি আছে বল। তুমি বল।

নারীকন্ঠঃ জী ?

জয়নালঃ আমার মত লোক ঠিকই পাগল হইসে।



(এই পর্যায়ে নারীকন্ঠ গাড়ির ড্রাইভারে সাথে কথা বলা শুরু করে এবং দশ মিনিট পর ফ্রী হয়ে ফোন দিবে বলে রেখে দেয়। রাখার আগে অবশ্য সরি বলতে ভুলে নাই,শত হইলেও চীফ হুইপ মানুষ)

Click This Link

ফোন সেক্স স্ক্যান্ডাল !!!

মন্তব্য ৭ টি রেটিং +২/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২৭ শে মে, ২০১৩ রাত ৯:০৫

টানিম বলেছেন: লোল ।

২৭ শে মে, ২০১৩ রাত ৯:০৭

তাশফী বলেছেন: বুইঝা শুইনা দেইখা লোল ফালাইয়েন

২| ২৭ শে মে, ২০১৩ রাত ১০:২২

এ হেলাল খান বলেছেন: জাতীয়তাবাদীরা কই। একটু কমেন্টস প্লিজ

২৮ শে মে, ২০১৩ রাত ১১:৫৬

তাশফী বলেছেন: আপনে কি আম্বলীগ নাকি ?

৩| ২৭ শে মে, ২০১৩ রাত ১১:০৪

মোমের মানুষ বলেছেন: হুম এই ক্যাচাল আমনেরে নিয়াও বানান যাইব......

২৮ শে মে, ২০১৩ রাত ১১:৫৬

তাশফী বলেছেন: জাতীয়তাবাদী ছাগল অন্যখানে গিয়া ল্যাদাও

৪| ২৮ শে মে, ২০১৩ রাত ৮:৫৪

জিয়া চৌধুরী বলেছেন: নেক্সট বাবুটা আমার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.